HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের অসুস্থ শিশু জয়ার ছবিকে বাংলাদেশের লিনা দাবি

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের মধ্যপ্রদেশের এক অসুস্থ শিশুকে বাংলাদেশি দাবি করে অর্থ সহায়তা চাওয়া হচ্ছে, যা প্রতারণামূলক।

By - Ummay Ammara Eva | 12 Aug 2022 10:22 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর ছবি পোস্ট করে বলা হচ্ছে, শিশুটি টিউমারে আক্রান্ত এবং তার চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৩১ জুলাই '🖤Bad brothers team 🖤' নামের একটি পাবলিক গ্রুপে 'শিমলা সুলতানা' নামের একটি আইডি থেকে একটি অসুস্থ শিশুর ছবি পোস্ট করে বলা হয়, "......এই বোনটির পিঠে অনেক বড় একটি টিউমার হয়েছে যা অস্বাভাবিক, সব মিলিয়ে অপারেশন করতে ২ লক্ষ্য ৫০ হাজার টাকা লাগবে বলে ডাক্তার জানিয়েছে । এই বাচ্চাটির পরিবার অসহায়ত্বের হাত পেতেছে এদেশের মানুষের কাছে 🙏🙏। ১০০,৫০০,১০০০ যাই পারি না কেনো দানের নিয়তে দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একজন দরিদ্র #অটোচালক বাবার পক্ষে তার-নিজের মেয়ের চিকিৎসা করাতে পারছে না। -আপনার একটু সাহায্য বাচ্চাটিকে সুস্থ করতে পারে।" পোস্টটিতে বলা হয়, শিশুটির নাম লিনা। তার বাবার নাম মো. আব্দুল আজাদ এবং তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। এছাড়াও, ওই পোস্টে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের দুটি নম্বর জুড়ে দেয়া হয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


পোস্টের ছবিগুলো দেখুন আলাদাভাবে---


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ছবিটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জয়া নামের একটি শিশুর। শিশুটির পিঠে একটি অস্বাভাবিক মাংসপিণ্ড তৈরি হয়েছে, যার চিকিৎসার জন্য বর্তমানে শিশুটি ভারতের একটি হাসপাতালে ভর্তি রয়েছে।

রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো দুস্থ অসহায় মানুষের জন্য অর্থ সাহায্য উত্তোলনকারী 'ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম' 'Milaap'-র ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া গেছে যা গত ২৮ জুলাই পোস্ট করা হয়। ওই পোস্ট থেকে জানা যায়, জয়া নামের ওই শিশুটি পিঠে লাম্প আক্রান্ত, চিকিৎসার অভাবে সেখানে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View

মিলাপের ওয়েবসাইটে গিয়েও "Five-Year-Old With Painful Cancerous Lump On Right Shoulder Needs Help" শিরোনামের একটি পোস্টে আলোচ্য ছবিগুলো খুঁজে পাওয়া যায়। ওই পোস্ট থেকে জানা যায়, মধ্যপ্রদেশের আবিদা ও হানিফ দম্পতির সন্তান জয়া শেখ পিঠে লাম্প বা স্ফীত মাংসপিণ্ড সৃষ্টি হয়ে অসুস্থ। এই লাম্পটি চিকিৎসার মাধ্যমে সারিয়ে না তুললে ক্যান্সারে রূপ নিতে পারে। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

অর্থ্যাৎ বিষয়টি স্পষ্ট যে ছবিগুলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের লাম্প আক্রান্ত শিশু জয়া শেখের, বাংলাদেশের কোন শিশুর নয়।

সুতরাং ভারতের এক অসুস্থ শিশুর ছবি দিয়ে, তাকে বাংলাদেশের শিশু দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

Related Stories