সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একজন নারীকে জোরপূর্বক মটরসাইকেলে তুলে নেয়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি বান্দরবানে রুমায় প্রকাশ্য দিনে-দুপুরে নারী অপহরণের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ আগস্ট ‘জহির মিয়াজি’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “বান্দারবনে রুমায় প্রকাশ্য দিনে-দুপুরে নারী অপহরণ! প্রকাশ্য কয়েকজন সন্ত্রাসী রাস্তা থেকে এক নারীকে পিটিয়ে মটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আশেপাশে অনেকেই থাকলেও কেউ এগিয়ে আসেনি। ফ্যাসিস্ট ইউনুছ বাহিনী সারাদেশে অপরাধের স্বর্গরাজ্য বানিয়েছে..।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বান্দরবানে রুমায় প্রকাশ্য দিনে-দুপুরে নারী অপহরণের নয় বরং এটি ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশে পরিবারের অমতে বিয়ে করতে যাওয়া নারীকে তার পরিবার কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ভিডিও।
ফেসবুকে আলোচ্য দাবিতে ভাইরাল ভিডিওর কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Watch: Woman kidnapped in broad daylight as onlookers do nothing in UP’s Bareilly” শিরোনামে ‘টাইমস অব ইন্ডিয়া’র ওয়েবসাইটে একটি ভিডিও সহকারে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের ৪ জুলাই প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের বেরেলিতে আইনশৃঙ্খলার চরম অবক্ষয়ের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে দুজন যুবক। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় তরুণী প্রাণপণ চিৎকার করে সাহায্য চাইছে, অথচ দুই যুবক তাকে টেনে হিঁচড়ে মোটরসাইকেলে তুলছে। আশপাশে উপস্থিত লোকজন ঘটনাটি চোখের সামনে দেখলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
নিচে ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওর স্ক্রিনশট (বামে) এবং টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের ভিডিওর স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
রিভার্স ইমেজ সার্চ করে “Bareilly: Couple thrashed by family for marrying against their will, case registered” শিরোনামে ‘ইন্ডিয়া টুডে’ এর ওয়েবসাইটে আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের ৩ জুলাই প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, উত্তর প্রদেশের বেরেলিতে পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করায় এক নারী ও তার স্বামীকে পরিবারের লোকজন নৃশংসভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল ভিডিওটি বান্দরবানের রুমায় প্রকাশ্য দিনে-দুপুরে নারী অপহরণের ঘটনার নয় বরং এটি ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশের একটি ঘটনার।
সুতরাং ভারতের উত্তর প্রদেশের ভিন্ন একটি ঘটনার ভিডিও দিয়ে বান্দরবানের রুমায় প্রকাশ্যে নারী অপহরণের ঘটনা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।