সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ’জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ এপ্রিল ‘Bangladesh Awami League✅’ নামক একটি গ্রুপে ‘জয় বাংলার সৈনিক’ নামের একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ঢাকার মিরপুর ১০ নম্বরে কল চত্বরে রাস্তা অবরোধ করে তারা স্লোগান দিতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আজকে রাতে চলতেছে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সম্প্রতি আওয়ামীলীগের নেতাকর্মীদের মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধের নয়; বরং এটি গত ১৬ মার্চ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতা বহিষ্কারের প্রতিবাদে অনুসারীদের বিক্ষোভের।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে এক ব্যক্তিকে বিক্ষোভের বর্ণনা দিতে শোনা যায়। যেখানে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কারের পর এর প্রতিবাদে তাদের অনুসারীরা বিক্ষোভ করেন।
পরে কি-ওয়ার্ড সার্চ করে “দল থেকে বহিষ্কারকৃত বিএনপি নেতাকর্মীদের বি*ক্ষো*ভ। মিরপুর” শিরোনামে ‘News16’ নামক পেজ থেকে ১৬ মার্চ পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওতে একজন প্রতিবেদককে বলতে শোনা যায়, ঢাকা মহানগর উত্তরের কয়েকজন সদস্যকে দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে বিএনপি। এর প্রতিবাদে বহিষ্কৃত সদস্যদের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বহিষ্কৃত নেতাকর্মীদের অনুসারীরা সড়ক অবরোধ করে সমাবেশ করছেন। ভিডিওটি দেখুন--
নিচে আওয়ামীলীগের সাম্প্রতিক অবরোধ বলে প্রচারিত আলোচ্য ভিডিওর স্ক্রিনশট (বামে) ও বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের বিক্ষোভের ভিডিওর স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
এদিকে, কি ওয়ার্ড সার্চ করে “ঢাকা উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার, মিরপুরে বিক্ষোভ” শিরোনামে ‘ইনকিলাব’ পত্রিকার অনলাইনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৭ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রোববার রাতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা। বিক্ষোভকালে তারা আমিনুল হক ও মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে রাস্তা অবরোধের ভিডিও নয়; বরং গত ১৬ই মার্চ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতা বহিষ্কারের প্রতিবাদে বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীদের বিক্ষোভ সমাবেশের।
সুতরাং বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশের ভিডিও পোস্ট করে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।