HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

তারকাদের মুসকান খানের প্রশংসা করা সংক্রান্ত ভিডিওগুলো ভিত্তিহীন

সেলিব্রেটি ও রাজনীতিকের নামে তথ্য সুত্রহীনভাবে কর্নাটকের মুসকান খানের সমর্থনে কথার বলার ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে।

By - BOOM FACT Check Team | 21 Feb 2022 3:05 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে ভারতের কর্নাটকের আলোচিত নারী মুসকানকে নিয়ে একাধিক সংবাদের ভিডিও পোস্ট করা হয়েছে। দেখুন এরকম কিছু লিংক এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

গত ১১ নভেম্বর 'নিশ্চুপ - 𝙎 𝙞 𝙡 𝙚 𝙣 𝙩 シ︎' নামের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে বলা হচ্ছে, এইমাত্র জুম্মার নামাজ শেষে মুসকান খানকে নিয়ে একি বললেন অক্ষয় কুমার II হিজাব নিয়ে নতুন নিয়ম করলেন..!! ভিডিওতে দাবি করা হয়, কর্নাটকে হিজাবের পক্ষে 'আল্লাহু আকবর' স্লোগান দেয়া মুসকান খানের কাজটিকে 'সাহসী' বলে মন্তব্য করেন বলিউড তারকা অক্ষয় কুমার। দেখুন স্ক্রিনশট--


একইদিনে এরকম আরো একটি ভিডিও পোস্ট করা হয় যার ক্যাপশনে বলা হয়, 'এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন অমিতাভ বচ্চন II ভারতে মুসলিম মেয়েদের জয় II'। এই ভিডিওটিতে দাবি করা হয়, মুসকান খানের সমর্থনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র বিরুদ্ধে মন্তব্য করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। এছাড়া মুসকানকে ১০ কোটি টাকা পুরস্কার দেন অমিতাভ বচ্চন। দেখুন ভিডিওটির স্ক্রিনশট--


১১ তারিখ 'এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন শাকিব খান II হিজাব নিয়ে নতুন ঘোষণা মুসকানের I' শিরোনামে একই ধাচের আরেকটি ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওতে দাবি করা হয়, মুসকান খানের সমর্থনে কথা বলেছেন বাংলাদেশের নায়ক শাকিব খান। তিনি বলেন, হিজাব তো একজন নারীর অধিকার এবং বিজেপির কর্মীদের এমন আচরণে তিনি বিস্মিত হন। দেখুন ভিডিওটির স্ক্রিনশট--


একইভাবে গত ১৫ ফেব্রুয়ারি একই পেজ থেকে 'এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন নায়িকা অপু বিশ্বাস I' ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়। এখানেও একই দাবি করা হয় যে, মুসকান খানের প্রতিবাদটি ভাল লেগেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেখুন ভিডিওটির স্ক্রিনশট--


এছাড়া টালিউড অভিনেতা জিৎ এবং দেবকে নিয়ে একইরকম দাবিসম্বলিত ভিডিও পোস্ট করা হয়েছিল আলাদা দুটি ভিডিওতে। জিৎ এবং দেব উভয়ই মুসকানের প্রতিবাদের পক্ষে সমর্থন জানিয়েছেন বলে দাবি করা হয় ভিডিও দুটিতে। দেখুন ভিডিও দুটির স্ক্রিনশট–




ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, উপরে উল্লেখিত তারকাদের মুসকানের সমর্থনে বক্তব্য দেয়ার দাবিগুলো ভিত্তিহীন। মূলধারার সংবাদমাধ্যম এবং উল্লেখিত তারকাদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়াতে এমন কোনো বক্তব্যের উল্লেখ পাওয়া যায়নি। প্রথমত দাবি করা হয়, বলিউডের তারকা অক্ষয় কুমার ভারতের আলোচিত নারী মুসকান খান এবং হিজাবের সমর্থনে বক্তব্য দিয়েছেন। কিন্তু সেখানে এই তথ্যের সমর্থনে কোনো সুত্রের উল্লেখ করা হয়নি। একাধিকভাবে সার্চ করেও কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কিছু পাওয়া যায়নি। এছাড়া, অক্ষয় কুমারের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ ধরণের কিছুর উল্লেখ নেই।

অনুরূপভাবে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুসকান খানের সমর্থনে কোনো বক্তব্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। এছাড়া অমিতাভ বচ্চনের অফিশিয়াল ফেসবুক পেজেও তেমন কিছুর সন্ধান পাওয়া যায়নি।

একইভাবে টালিউডের নায়ক জিৎ-দেব এবং বাংলাদেশের তারকা শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়েও একই দাবি খবর হিসেবে প্রকাশ করা হয়েছে ভিন্ন ভিন্ন ভিডিওতে। কিন্তু কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত কিছুই খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এদের ভেরিফায়েড ফেসবুক পেজে খোঁজ করেও দেখা গেছে এ সংক্রান্ত কিছুর উল্লেখ নেই।

ইতিপূর্বে বলিউডের শাহরুখ, সালমান এবং আমির খানকে নিয়েও একই খবর প্রচার করা হয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে। কিন্তু ভারতের একাধিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান সেই খবরটিকে ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছে। দেখুন--


ফ্যাক্ট চেক প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ উল্লেখিত ফেসবুক পেজটিতে কর্নাটকে হিজাব নিষিদ্ধের ইস্যুতে মুসকান খানকে নিয়ে একাধিক দেশি-বিদেশি তারকাকে জড়িয়ে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে।

Related Stories