সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে মিছিলের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি ফেনী জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ আগস্ট ‘Hossain Mohammed’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ফেনী জেলাতে মিছিল বের করে দেখিয়ে দিল আওয়ামী লীগ।। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি ফেনী জেলা আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের নয়। বরং এটি ২০১৮ সালে যুক্তরাজ্য বিএনপি ও জামাতের নেতাকর্মীদের কর্মসূচীতে শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে ফেনী জেলা ছাত্রলীগের প্রতিবাদ মিছিলের ভিডিও।
আলোচ্য ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “ফেনী জেলা ছাত্রলীগের “বিক্ষোভ মিছিল” ১১/০২/২০১৮” শিরোনামে ‘Jabed Haidar Jeorje জাবেদ হায়দার জর্জ’ নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১১ ফেব্রুয়ারি ২০১৮ সালে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, যুক্তরাজ্য বিএনপি- জামাত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী খুনী তারেককে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ফেনী জেলা ছাত্রলীগের আজকের “বিক্ষোভ মিছিল”। ভিডিওটি দেখুন--
নিচে ফেসবুকে প্রচারিত সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচীর ভিডিওর ছবি (বামে) এবং ইউটিউবে প্রকাশিত ২০১৮ সালের পুরোনো ভিডিওর ছবি (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ ফেসবুকে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওটি ২০১৮ সালে ফেনী জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের।
সুতরাং ২০১৮ সালে ফেনী জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিও সাম্প্রতিক কর্মসূচীর বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।