ঢাকার ফার্মগেটে গত ২৬ অক্টোবর দুপুরে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংশ্লিষ্ট একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এমআরটি লাইন থেকে একটি বস্তু ছিটকে নিচের দিকে পড়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২8 অক্টোবর 'Adil English School’ নামক একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয় "মেট্রোরেলে যেভাবে দুর্ঘটনা ঘটেছিল"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বিভ্রান্তিকর। এটি মেট্রোরেলের বিয়ারিং প্যাড নিচে পড়ার বাস্তব দৃশ্যের ভিডিও নয় বরং এআই প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে কয়েকটি অসঙ্গতি পাওয়া যায়। নিচে পড়ে যাওয়া বস্তুটি অস্বাভাবিকভাবে রেলপথ থেকে বাইরে আসে এবং স্বভাবিক গতির থেকেও অস্বাভাবিকভাবে ছিটকে পড়তে দেখা যায়। সাধারণত এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করলে বাস্তবতার সাথে যায়না এমন অসঙ্গতি পাওয়া যায়।
পরবর্তীতে এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকরণ টুল 'DeepFake-o-meter'-এর মাধ্যমে যাচাই করলেও টুলটির একটি শনাক্তকরণ মডেল (AVSRDD (2025)) ভিডিওটিকে এআই দ্বারা তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
ভিডিও থেকে কি-ফ্রেম (স্থিরচিত্র) নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক প্রথম আলোর ইংরেজি সংস্করণে ২০২২ সালের ২৫শে ডিসেম্বর "Metro rail ready for operation from 28 Dec" শিরোনামে প্রচারিত সংবাদে হুবহু একই দৃশ্যপটের একটি ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয় ছবিটি প্রথম আলোর পক্ষে কেউ একজন ধারণ করেছেন।
ছবির দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওটির তুলনা করে দেখা গেছে ছবিটি থেকেই এআই প্রযুক্তিতে ভিডিওটি তৈরি করা হয়েছে। অর্থাৎ স্থির ছবি থেকে চলমান ভিডিওতে রূপান্তর করা হয়েছে। আলোচ্য ভিডিওর স্থিরচিত্রের সাথে (বামে) প্রথম আলোর প্রতিবেদনে পাওয়া ২০২২ সালের ছবিটির (ডানে) পাশাপাশি মিল দেখুন--
এদিকে সার্চ করে দেখা গেছে, সম্প্রতি ঢাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহতের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সময়ের কোনো দৃশ্য এখনও পাওয়া যায়নি।
উল্লেখ্য ঢাকার ফার্মগেটে গত ২৬ অক্টোবর মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত হয়েছেন আবুল কালাম (৩৫)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা। এই ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে মেট্রোরেল ভেঙে পড়াসহ বিয়ারিং প্যাড খুলে পড়ার কিছু তৈরিকৃত ক্লিপস বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
অর্থাৎ মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ার এই ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিওকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ার বাস্তব ঘটনার দৃশ্য বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।





 
                               
                               
                               
                               
                              