HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ঢাকায় নিহত সোহাগের শেষ ভিডিও বলে এআই জেনারেটেড ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি পুরোনো ঢাকায় নিহত লাল চাঁদ ওরফে সোহাগের শেষ ভিডিও নয়; এটি এআই দিয়ে তৈরি ভিডিও।

By - Mamun Abdullah | 20 July 2025 1:17 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি তার শেষ ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৩ জুলাই 'GOLLA' নামের পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “সোহাগের শেষ ভিডিও টা আসলে স্মৃতি হয়ে থাকলো #sad #emotional.” পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিও দিয়ে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের শেষ ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।

প্রথমত, ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মুখে আলো পড়ার ধরন শরীর বা আশেপাশের আলো-ছায়ার সঙ্গে না মেলা; দ্রুত নড়াচড়ার সময় মুখে বিকৃতি, গলে যাওয়া বা ব্লার হয়ে যাওয়া; মুখের চারপাশে হালকা বা ঝাপসা ভাব; চোখের পাতা কম ঝাপটানো বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লক্ষ্য করা যায়। এর সঙ্গে ঠোঁট নড়লেও শব্দের সঙ্গে অমিল পাওয়া যায় যা AI Lipsync Tool ব্যবহারের ইঙ্গিত দেয়।

ভিডিওটির অডিও বিশ্লেষণ করে বোঝা যায়, ভয়েস অনেক সময় অস্বাভাবিক মনে হয় বা robotic শোনায় এবং কথা বলার সময় মুখ ও স্বরের ছন্দ ঠিকমতো মিলছে না। এতে বোঝা যায়, এটি সম্ভবত text-to-speech প্রযুক্তি ব্যবহার করে জেনারেট করা হয়েছে।

পরবর্তীতে, ভিডিওর কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “মিডফোর্ডের সামনে সোহাগ হত্যার ঘটনায় যুবদলের ২ নেতাকে আজীবন বহিস্কার” শিরোনামে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘বিডি ২৪ লাইভ’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর ফ্রেমের সঙ্গে মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 



এই স্থিরচিত্রটি ব্যবহার করে এআই প্রযুক্তির সাহায্যে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

এদিকে কি ওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যম বা সংবাদপত্রে ভাইরাল দাবি অনুযায়ী এমন ঘটনার দৃশ্য বা তথ্য সম্পর্কে উল্লেখ্য নেই।

কি ওয়ার্ড সার্চ করে দেখা যায়, এই ধরনের এআই জেনারেটেড রিয়েলিস্টিক ভিডিও তৈরি করার জন্য বর্তমানে বেশ কয়েকটি জনপ্রিয় এবং সহজে ব্যবহারযোগ্য টুল রয়েছে। যেমন: Pixverse AI, Pika Labs, Runway ML, CapCut (AI Templates), DeepFaceLab ইত্যাদি। এসব টুল ব্যবহার করে যেকোন স্থিরচিত্রকে ভিডিওতে রূপান্তর করা যায়। এ জাতীয় সম্পাদনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে বিভ্রান্তিকর প্রচারণা বাড়ছে।

অর্থাৎ রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের একটি ছবি এআই প্রযুক্তিতে সম্পাদনার মাধ্যমে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পিটিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা করা হয়। যেই ঘটনাটি দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

সুতরাং সামাজিক মাধ্যমে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের একটি স্থির ছবি প্রযুক্তির সহায়তায় ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Related Stories