ফেক নিউজ

অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর ভুয়া সংবাদ সামাজিক মাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, প্রবীণ এই অভিনেতার পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে মৃত্যুর সংবাদটি অসত্য বলে নিশ্চিত করেছেন।

By - Md Abdullah Khan | 29 Oct 2022 8:32 PM IST

অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর ভুয়া সংবাদ সামাজিক মাধ্যমে

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র মৃত্যুবরণ করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে

গত ২৫ অক্টোবর 'Marketing with mamun' নামের একটি ফেসবুক পেজ থেকে প্রবীর মিত্রের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "#মাত্র_পাওয়া চলচ্চিত্রের মহানায়ক প্রবীর মিত্র আর নেই, না ফেরার দেশে চলে গেলেন….!" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে
পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, তথ্যটি সঠিক নয়। প্রবীণ অভিনেতা প্রবীর মিত্রের পরিবারের সদস্যরা একাধিক সংবাদমাধ্যমকে মৃত্যুর সংবাদটি অসত্য বলে নিশ্চিত করেছেন।

কি-ওয়ার্ড সার্চ করলে, দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে গত ২৬ অক্টোবর "ফেসবুকে অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর গুজব: যা বললেন পরিবারের সদস্যরা" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রবীন এই চলচ্চিত্র অভিনেতার পরিবারের বরাতে প্রতিবেদনে লেখা হয়, "বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও মর্মাহত প্রবীর মিত্র এবং তাঁর পরিবারের সদস্যরা। এ বিষয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ করেন তাঁরা। প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানান, তাঁর শ্বশুর ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তিনি কিছুটা দুর্বল। তাই একান্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না।" স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে
প্রতিবেদনটি পড়ুন এখানে

বিভ্রান্তিকর সংবাদটির প্রেক্ষিতে সম্প্রচারমাধ্যম চ্যানেল২৪-এর পক্ষ থেকে প্রবীর মিত্রের ছেলের সাথে সরাসরি কথা বলার একটি ভিডিও প্রতিবেদনও খুঁজে পাওয়া যায় ইউটিউবে। ভিডিওটি দেখুন--

Full View

অর্থাৎ প্রবীর মিত্রের মৃত্যু সংবাদটি অসত্য।

এর আগেও চলতি বছরের আগস্ট মাসে এই অভিনেতা মৃত্যুর ভুয়া সংবাদ প্রচারিত হলে তা যাচাই করে বুম বাংলাদেশ

সুতরাং চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories