HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিন্ন শিশুর ছবিকে ওসমান হাদির ছেলে বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিতে দেখানো শিশুটির পিতার ফেসবুক পোস্টের সূত্রে জানা যায়, শিশুটির বাবার নাম অন্তর মাশঊদ।

By - Ummay Ammara Eva | 25 Dec 2025 7:22 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে এক ব্যক্তির কোলে বসে থাকা একটি শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবির শিশুটি সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ছেলে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ১৯ ডিসেম্বর 'MaMun Xr' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি শেয়ার করে বলা হয়, "“শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের ছেলে...! ও জানে না—ফজরের নরম আলোয় ওর বাবা প্রতিদিন ওকে চুমু দিয়ে, মাথায় হাত বুলিয়ে ইনসাফ প্রতিষ্ঠার পথে বেরিয়ে যেত..!😔😔 আজ সে বাবার ছায়া ছাড়া বড় হবে—হোক..! এই পাখিটা অনেক বড় হোক, অনেক দূর উড়ুক..! বাবার আদর্শই হোক তার ডানা,দোয়া আর সত্য হোক তার পথ...!🤲🤲"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবির শিশুটি ওসমান হাদির সন্তান নয়। শিশুটির পিতার করা একটি ফেসবুক পোস্টের সূত্রে জানা যায়, শিশুটির বাবার নাম অন্তর মাশঊদ।

আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে গত ১৯ ডিসেম্বর 'অন্তর মাশঊদ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "টিভি সাংবাদিকসহ অনেকেই যাচাই না করে আমার এবং আমার ছেলের ছবিকে - শহিদ হাদি ও তার ছেলে বলে চালিয়ে দিচ্ছে! আপনাদের কারো চোখে এই অপপ্রচার সামনে এলে তাদেরকে সতর্ক করে দিবেন। শোকাবহ মূহুর্তে এটা নিয়ে পোস্ট করতে চাইনি কিন্তু রাত থেকে এতবার মেসেজ পাচ্ছি! বাধ্য হয়ে পোস্ট করলাম।" ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


আরো সার্চ করে ওই একাউন্টটি থেকে ওই একই দিনে করা আরেকটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, "আমার বাপ-ছেলের ছবিটাকে শহিদ হাদির ছেলের ছবি বলে চালিয়ে দিয়েছিলো কোন এক কূট মস্তিষ্কের লোক। যাইহোক, মধ্যরাতে এক মহিলা রাতে গ্রুপে পোস্ট করার পর - সবাই কমেন্টে ভুল ধরিয়ে দেয়। ডিলিট করতে বলে। সে ডিলিট করেনি। সকালে উঠে দেখি ৪২ হাজার লাইক্স পেয়েছে।... হাজার হাজার লাইক ব্যবসায়ীদের কাছে আমার ছেলের ছবি এখন লাইক কামানোর কনটেন্ট হয়ে গিয়েছে। যদিও আমার ছেলের চেহারা এখন চেঞ্জ। বড় হয়ে গিয়েছে। তারপরেও চাচ্ছিলাম এই মিস ইনফরমেশন না ছড়াক। এখন আর এটা আমার পক্ষে থামানো সম্ভব না। অলরেডি ভাইরাল।..."। ওই ফেসবুক পোস্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, আলোচ্য ছবিতে দেখানো শিশুটির নাম আয়হান। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে গত ১৮ ডিসেম্বর 'Ayhan - King Of The Moon' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ছবিটির প্রথম আপলোড করা পোস্টটি খুঁজে পাওয়া যায়। ওই ছবিটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "মাশআল্লাহ্‌! এমন পুতুল একটা পেলে জীবনে আর কী চাই ☺️"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View'


এছাড়াও, ওই একই ফেসবুক পেজে করা একটি পোস্টে আলোচ্য পোস্টে দেখানো শিশুটির ছবি শেয়ার করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ফেসবুক পোস্টে দেখানো শিশুটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ছেলে নয়। অন্তর মাশঊদ নামে এক ব্যক্তি তার ছেলে আয়হানকে কোলে নিয়ে ধারণ করা একটি স্থিরচিত্রকে বিভ্রান্তিকরভাবে ওসমান হাদির ছেলের বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং ভিন্ন ব্যক্তির শিশু সন্তানের ছবিকে শরীফ ওসমান বিন হাদির ছেলের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories