HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

২০২৪ সালে ভিন্ন একটি ভিডিওকে সম্প্রতি আওয়ামীলীগের মিছিলের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২৪ সালে ছাত্র-শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিলের।

By - Mamun Abdullah | 30 Aug 2025 1:39 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে মশাল মিছিলের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি সিলেটে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিলের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৯ আগস্ট ‘সায়মা ওয়াজেদ পুতুল’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ব্রেকিং নিউজ,, সিলেটে মশাল মিছিল বিজয় অতি নিকটে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সিলেটে সাম্প্রতিক আওয়ামী লীগের মশাল মিছিলের নয় বরং এটি ২০২৪ সালে সিলেট সহ সারাদেশে ছাত্র-শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মশাল মিছিলের ভিডিও।

ভাইরাল ভিডিওর কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যমে জনপ্রিয় এক্টিভিস্ট ‘Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য’র ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ১ আগস্ট প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে সাম্প্রতিক আওয়ামীলীগের মশাল মিছিল দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, সিলেট সহ সারাদেশে ছাত্র-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ রাতে মশাল মিছিল করা হয়। স্ক্রিনশট দেখুন-- 



পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে ‘Abdur Rab Bhuttow’ নামের একজন সাংবাদিকের ফেসবুক পেজেও একই ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। একই দিনে অর্থাৎ ২০২৪ সালের ১ আগস্ট প্রকাশিত ভিডিওর সঙ্গে সাম্প্রতিক দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, সিলেট সহ সারাদেশে ছাত্র-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ রাতের মশাল মিছিল। স্ক্রিনশট দেখুন-- 



এছাড়াও একই সার্চে “সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল রাতে মশাল মিছিল করা হয়” শিরোনামে ‘Panzabi wala’ নামক ইউটিউব চ্যানেলেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ১ আগস্ট প্রকাশিত ভিডিওর সঙ্গে সাম্প্রতিক দাবিতে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন-- 

 Full View


অর্থাৎ ফেসবুকে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পুরোনো ভিডিও।

প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালে জুলাই আন্দোলন শুরু হয়। যেই আন্দোলনের এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলন দমন করতে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ও তার প্রশাসন। একপর্যায়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়।

সুতরাং ২০২৪ সালের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও দিয়ে সম্প্রতি আওয়ামী লীগের মশাল মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories