সামাজিক মাধ্যম ফেসবুএক একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের চট্টগ্রামের এক নেতাকে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতাকর্মীরা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ আগস্ট 'Ayaan Hussain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "🔴 #ব্রেকিং #নিউজ""🟢 #চট্টগ্রাম জেলা শিবিরের সভাপতি কে #কুপিয়ে হ**ত্যা করেছে বি*এন*পি‼️"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের সময়ে ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ১ মার্চ করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "বেইলি রোডে আগুন: ঢামেকে লাশের সারি। ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্ন ইউনিট ও ঢামেক"। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন ভার্সনে ২০২৪ সালের ২৯ মার্চ "বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ওই এলাকার কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, বিবিসি বাংলা, ঢাকা পোস্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা এবং জাগো নিউজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই সংবাদ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি নিহত হওয়া কোনো শিবির নেতার মরদেহ নিয়ে যাওয়ার নয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ২০২৪ সালের অগ্নিকাণ্ডের সময়কার ভিডিও শেয়ার করে সম্প্রতি শিবির নেতা হত্যার সময়ের ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।