ইয়েমেনের ভিডিওকে আফগানদের ফিলিস্তিন যুদ্ধে যাওয়ার বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ইয়েমেনের একটি ঐতিহ্যবাহী উৎসবের ভিডিওকে আফগানদের ফিলিস্তিন যুদ্ধে যাওয়ার বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ফিলিস্তিনের মাঠে যুদ্ধ করার জন্য যাচ্ছে আফগানিস্তান। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ এপ্রিল 'Ruhul kabir Rizvi' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "আফ”গানিস্তান সরাসরি পক্ষ নিল ফিলি”স্তিনের মাঠে যু”দ্ধের জন্য নেমে গেল আলহামদুলিল্লাহ্...🤲☝️ #Gaza #GazaUnderAttack"। ভিডিওটিতে একদল মানুষকে অস্ত্রহাতে দলবেঁধে হেটে যেতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের ঈদ আল নাশুর নামের একটি ঐতিহ্যবাহী উৎসবের ভিডিও শেয়ার করে এটিকে আফগানদের ফিলিস্তিন যুদ্ধে যাওয়ার ভিডিও বলে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ইয়েমেন থেকে পরিচালিত ইয়েমেনের সংস্কৃতি নিয়ে ভিডিও আপলোড করে এমন একটি ইউটিউব চ্যানেল 'Taha Matar'-এ ২০২৪ সালের ২৭ জুন "The strongest Yemeni tribes | Eid al-Nushur, the Ghoul Ajib tribe | Tell them, O impregnable mountains 🔥" শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে আলোচ্য ভিডিওর মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ডেস্ক্রিপশনে বলা হয়, ইয়েমেনের শক্তিশালী গোত্র ঘৌল আজিবের সদস্যদের তাদের ঐতিহ্যবাহী উৎসব ঈদ আল নুশুর পালনের সময়ে এই ভিডিওটি ধারণ করা হয়। স্ক্রিনশট দেখুন--
আরো কি-ওয়ার্ড সার্চ করে 'روني الدنماركي' নামে একটি এক্স (সাবেক টুইটার) একাউন্ট থেকে ২০২৪ সালের ২৩ অক্টোবর পোস্ট করা আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "ইয়েমেনি জনগণের কাছে বন্দুক হল ব্যক্তিগত ও জাতীয় স্বাধীনতার অপরিহার্য প্রতীক। বন্দুক ইয়েমেনের গর্বিত, সহস্রাব্দ প্রাচীন উপজাতি সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। "গুলা আজিব" উপজাতির বার্ষিক সমাবেশটি দেখতে কেমন তা এখানে। অনেক উপজাতির মধ্যে কেবল একটি উপজাতি।"(গুগলের সাহায্যে অনূদিত)। এক্স পোস্টটি দেখুন--
To the Yemeni people, guns are the quintessential symbol to personal and national independence. Guns are deeply interwoven in Yemen's proud, millennia-old tribal culture.
— روني الدنماركي (@Aldanmarki) October 23, 2024
Here's what the yearly gathering of the "Ghula Ajib" tribe looks like.
Just one tribe out of many. pic.twitter.com/OOSTlEXup4
অর্থাৎ আলোচ্য দাবিটি সঠিক নয়। এটি আফগানদের ফিলিস্তিন যুদ্ধে যোগ দেওয়ার কোনো ভিডিও নয় বরং ইয়েমেনের একটি ঐতিহ্যবাহী উৎসব ঈদ আল নাশুরের ভিডিও এটি।
সুতরাং ইয়েমেনের একটি ঐতিহ্যবাহী উৎসবের ভিডিও শেয়ার করে সেটিকে আফগানদের ফিলিস্তিন যুদ্ধে যোগ দেওয়ার ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।