পুরোনো ভিডিও এডিট করে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের ১৫ নভেম্বর রংপুরে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি প্রতিবাদ কর্মসূচীর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ জানুয়ারি ‘Md Jahid Hosen’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আজকে রংপুরে লাঠি হাতে আওয়ামী লীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল.!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক মিছিলের নয়; প্রকৃতপক্ষে ২০১৯ সালে ডিবিসি টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের কিছু অংশের সঙ্গে ভিন্ন ঘটনার পুরাতন ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে “রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ ও ঝাড়ু মিছিল” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘DBC NEWS’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের ১৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের সংবাদ উপস্থাপিকার সংবাদ পাঠের অংশের সাথে আলোচিত ভিডিওটির প্রথম অংশের মিল রয়েছে। যেখানে বলা হয়, যুব সংহতির মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার প্রতিবাদে রংপুরে জেলা ছাত্রলীগের নেতৃত্বে ঝাড়ু মিছিল করে আওয়ামী লীগ ও মহানগর যুবলীগসহ অঙ্গসংগঠনগুলো। ভিডিওটি দেখুন--
নিচে ফেসবুকে প্রচারিত ভিডিওর সংবাদ উপস্থাপিকার স্ক্রিনশট (বামে) ও ডিবিসি টেলিভিশনের প্রতিবেদনের সংবাদ উপস্থাপিকার স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “কেন্দ্রীয় অফিসে ভা ঙ চুর ও হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল” শিরোনামে ‘Independent Television’ এর ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে ভাইরাল মিছিলের দৃশ্যের সাথে সাদৃশ্য রয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, জাতীয় পার্টি কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে লাঠি মিছিল বের করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ভিডিওটি দেখুন--
নিচে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিছিলের অংশের স্ক্রিনশট (বামে) ও ডিবিসি টেলিভিশনের প্রতিবেদনের মিছিলের অংশের স্ক্রিনশট (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ ফেসবুকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এটি পুরোনো ভিন্ন ভিন্ন কর্মসূচীর ভিডিও থেকে ফুটেজ নিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং পুরোনো ভিন্ন ভিন্ন কর্মসূচীর ভিডিও সম্পাদনা করে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।