আওয়ামী লীগের মিছিল দাবি করে চট্টগ্রামের শ্রমিকদের মিছিলের ভিডিও প্রচার
ভিডিওটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল লিজ দেওয়ার প্রতিবাদে মে মাসে শ্রমিকদের মশাল মিছিলের।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সিলেটে আওয়ামী লীগের মিছিল চলাকালে ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ অক্টোবর 'Gen-Z Awami' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সন্ধ্যার পর সিলেটে আওয়ামী লীগের মশাল মিশিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু! ✊"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। গত ১৯ মে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল বের করেন বন্দরের শ্রমিকরা। ওই মিছিল চলাকালে ধারণকৃত ভিডিওকে আওয়ামী লীগের মিছিলের ভিডিও বলে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ১৯ মে 'Rayhan Akondo Ripon' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে করা পোস্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে না দেওয়ার দাবিতে মশাল মিছিল! এটা আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি! সবাই প্রতিবাদ করুন! #movement4bangladesh #movement4liberty"। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে উক্ত ভিডিওটির ক্যাপশনের সূত্রে কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম নাগরিক টিভির ফেসবুক পেজে গত ১৯ মে "চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে শ্রমিক দলের মশাল মিছিল | Nagorik TV" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে শ্রমিক দলের মশাল মিছিল | Nagorik TV"। ভিডিওটিতে "চট্টগ্রামের সিসিটি এনসিটি প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে মশাল মিছিল" শিরোনামে ব্যানারসহ একটি মিছিলের দৃশ্য দেখতে পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের (সাবক সিবিএ) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরকে ওই ভিডিওটিতে সিসিটি এনসিটি টার্মিনালকে বিদেশিদের কাছে লিজ দেওয়ার বিপক্ষে বক্তব্যও রাখতে দেখা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেল Chattogram 24, মোহনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং দৈনিক পত্রিকা ইনকিলাবের অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও গত ১৯ মে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের মশাল মিছিল বের করার তথ্য খুঁজে পাওয়া যায়।
তবে, শ্রমিকদের ওই মশাল মিছিলের ভিডিওটিতে কোনো স্পষ্ট স্লোগান শোনা না গেলেও আলোচ্য ভিডিওটিকে এডিট করে আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি আওয়ামী লীগের কোনো মিছিলের নয়। মূলত, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের মশাল মিছিল করার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং সুতরাং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের মশাল মিছিলের ভিডিওকে বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




