আমেরিকায় শেতাঙ্গ দম্পতির কালো জমজ বাচ্চা হওয়ার ভিডিওটি এআই দিয়ে তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বাস্তব কোনো দম্পতির ঘটনার নয় বরং এআই প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, আমেরিকার এক নারী যমজ সন্তানের জন্ম দিয়েছেন, তবে শিশু দুটির গায়ের রঙ ও চুল কালো হওয়ায় তার স্বামী বিষয়টি মেনে নিতে পারছেন না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ০৫ই নভেম্বর 'Halim Hoque’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে আমেরিকায় শেতাঙ্গ দম্পতির কালো যমজ বাচ্চা হওয়ায় স্বামী বিষয়টি মেনে নিতে পারছেন না বলেই উল্লেখ করা হয়েছে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বিভ্রান্তিকর। এটি বাস্তবের কোনো দম্পতির সন্তান সহ ধারণকৃত দৃশ্যের ভিডিও নয় বরং এআই প্রযুক্তির সহায়তায় আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সার্চ করে ক্ষুদে ভিডিও ভিত্তিক মাধ্যম টিকটকে '@br_ai_ded' নামক ইউজারনেম-এর একটি অ্যাকাউন্টে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর সাতে ফেসবুকে প্রচারিত ভিডিওটির কিছু অংশ মিল পাওয়া যায়। ফেসবুকে প্রচারিত ভিডিওটির একটি স্থিরচিত্রের (বামে) সাথে টিকটকে পাওয়া ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন --
দেখা যাচ্ছে ভিডিওর দৃশ্য মিল পাওয়া গেলেও ফ্রেমের ক্ষেত্রে মূল ভিডিওটি ক্রপ করে ফেসবুকে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত ভিডিওটির একটি অংশের সাথে টিকটকের প্রাপ্ত ভিডিওটি মিল পাওয়া যায় ফলে বলা যায় সমজাতীয় দুটি ভিডিও যুক্ত করে ফেসবুকের আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
এদিকে আলোচ্য টিকটক অ্যাকাউন্টে খুঁজে ফেসবুক ভিডিওটির বাকি অংশের মূল ভিডিওটিও পাওয়া যায়। টিকটকে ভিডিওটি পোস্ট করার ক্ষেত্রে 'AI lebel' যুক্ত করা হয়েছে। ফেসবুকে প্রচারিত ভিডিওটির একটি স্থিরচিত্রের (বামে) সাথে টিকটকে পাওয়া দ্বিতীয় ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ, টিকটকে '@br_ai_ded' নামক ইউজারনেম-এর একটি অ্যাকাউন্টে প্রচারিত দুইটি ভিডিও ক্রপ করে একসাথে যুক্ত করে ফেসবুকে প্রচার করা হয়েছে। সাধারণত টিকটকের ভিডিওতে স্বয়ংক্রীয়ভাবে যুক্ত হওয়া টিকটকের লোগো সহ ইউজারনেমের জলছাপ বাদ দিতে ভিডিওগুলো ক্রপ করা হয়।
এছাড়াও @br_ai_ded' নামক ইউজারনেম-এর একটি অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা গেছে এই হ্যান্ডেল থেকে নিয়মিতই এআই তৈরি কন্টেন্ট প্রচার করা হয়। এমনকি আলোচ্য বিষয়ের ওপর অনেকগুলো ভিডিও তৈরি করে প্রচার করা হয়েছে। দেখুন --
পরবর্তীতে এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকরণ টুল 'DeepFake-o-meter'-এর মাধ্যমে যাচাই করলেও টুলটির বেশ কয়েকটি শনাক্তকরণ মডেল ভিডিওটিকে অধিকতর সম্ভাব্য এআই দ্বারা তৈরি বলে ফলাফল দিয়েছে। দেখুন--
উল্লেখ্য, সার্চ করে সম্প্রতি এ জাতীয় কোনো ঘটনার বিষয়েও গ্রহণযোগ্য মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচ্য ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিওকে যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পরিবারে যমজ কৃষ্ণাঙ্গ সন্তান জন্মের খবর প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।




