চট্রগ্রামের ফটিকছড়ির অগ্নি দুর্ঘটনার ভিডিও ভুয়া দাবিতে প্রচার
চট্রগ্রামের ফটিকছড়ির কবিরাজ বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঐ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে গণমাধ্যম।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমড়বুনিয়া গ্রামে বহু হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং ভিডিওটি ওই অগ্নিসংযোগের ঘটনার। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১২ এপ্রিল 'Sagar Dashi' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "ব্রেকিং নিউজ ধর্ম অবমাননার অভিযোগ এনে কিচ্ছুক্ষন আগে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমড়বুনিয়া গ্রামে বহু হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
কিন্তু বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। বাগেরহাটে হিন্দু বাড়িতে দুর্বৃত্তদের আগুন দেয়ার কোনো ঘটনার নয় বরং চট্রগ্রামে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে অগ্নি দুর্ঘটনার ভিডিও এটি।
কি-ওয়ার্ড সার্চ করার পর, মুহাম্মদ. নাঈম ভুঁইয়া নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ মার্চে লাইভ মুডে সম্প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যা ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওর পুরোনো ভার্সন। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, সমিতির হাটে পশ্চিম পাশে কবিরাজবাড়ি প্রকাশ হিন্দু বাড়িতে আগুন লাগার ভিডিও এটি। সমিতির হাট চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
এই সূত্র ধরে সার্চ করার পর, গত ২০ মার্চ "ফটিকছড়ি ও ভূজপুরে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ভস্মীভূত" শিরোনামে স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক আজাদীতে প্রকাশিত এই অগ্নিকাণ্ড সম্পর্কিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৯নং সমিতির হাট ইউপির ৮নং ওয়ার্ডস্থ বৈদ্যুর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। স্ক্রিনশট দেখুন--
একই বিবরণে, স্থানীয় ফেসবুক ব্যবহারকারীর পোস্ট থেকেও এই ঘটনা সম্পর্কিত পোস্ট খুঁজে পাওয়া গেছে।
অর্থাৎ ভিডিওটি বাগেরহাটের নয় বরং চট্রগ্রামে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের একটি অগ্নি দুর্ঘটনার ভিডিও।
প্রসঙ্গত, বাগেরহাটের মোরলগঞ্জে ফেসবুকে ইসলাম ও মহানবী (সা.) কে অবমাননা করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গত সোমবার রাতে জনৈক কৌশিক বিশ্বাসের বাড়িতে ভাঙচুরের ঘটনার খবর প্রকাশিত হয়েছে একাধিক সংবাদমাধ্যমে। কিন্তু ভাইরাল পোস্টের ভিডিওটি উক্ত ঘটনার নয়।
সুতরাং চট্রগ্রামে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনাক্রমে লাগা আগুনের ভিডিওকে সাম্প্রদায়িক দাবিতে ভুয়া প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।