সচিবালয়ে হট্টগোলের ভিডিওকে ইসহাক দারের সফরের প্রতিবাদের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০২৪ সালে জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে হট্টগোলের ভিডিও।

সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু সংখ্যক ব্যক্তির হট্টগোলের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সম্প্রতি বাংলাদেশে সফরের প্রতিবাদে সচিবালয়ে সচিবদের প্রতিবাদের ঘটনা ঘটেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৩ আগস্ট 'Suvo Chandra Das' নামে একটি একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এই মুহুর্তে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী আসা নিয়ে সচিবালয়ে চলছে সচিবদের প্রতিবাদ এবং উচ্চপর্যায়ে সরকারি চাকরি জীবিদের মধ্যে চলছে বাকবিতণ্ডা। বিদ্রোহের আশঙ্কা করা হচ্ছে! ধন্যবাদ জানাচ্ছি স্বাধীনতার পক্ষের কর্মকর্তাদের....।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের জেরে সচিবালয়ের কর্মকর্তাদের হট্টগোলের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সাথে আলোচ্য ভিডিওটির কোনো সম্পর্ক নেই।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম এখন টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আপলোড করা একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "সচিবালয়ে ডিসি পোস্টিং নিয়ে অসন্তোষ, অফিসারদের মধ্যে হাতাহাতি"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা ডেইলি স্টার বাংলার অনলাইন ভার্সনে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর "ডিসি নিয়োগ নিয়ে অসন্তোষ, সচিবালয়ে কর্মকর্তাদের হাতাহাতি" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের জেরে সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কথিত আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বারান্দা দিয়ে হাঁটলেও প্রশাসন ক্যাডার অফিসাররা হিসাব করে কদম ফেলেন, যেন কোনো ভুল না হয়। আজ মঙ্গলবার সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি কক্ষে অফিসারদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনপ্রশাসনের ইতিহাসের এমন ঘটনা আগে কখনো ঘটেনি।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা প্রথম আলো, ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট এবং চ্যানেল আইয়ের অনলাইন ভার্সনেও আলোচ্য ভিডিওটির ব্যাপারে একই তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশে সফরে আসায় সচিবালয়ে সচিবদের প্রতিবাদের নয়। ভিডিওটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সচিবালয়ের কর্মকর্তাদের ভিতরে জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তৈরি হট্টগোলের সময়ে ধারণ করা হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় আসেন।
সুতরাং সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে হট্টগোলের সময়ে ধারণ করা ভিডিওকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসায় সচিবালয়ে সচিবদের প্রতিবাদের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।