রিচার্ড ডি ন্যাটালের ২০১৮ সালের বক্তব্যের ভিডিও সাম্প্রতিক বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৮ সালে অস্ট্রেলিয়ান সিনেটর ডি ন্যাটালের বাংলাদেশ বিষয়ে প্রস্তাবিত বক্তব্যের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; 'অস্ট্রেলিয়ার গ্রিনস প্রধান রিচার্ড ডি ন্যাটালে সিনেটে বাংলাদেশের সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে শেখ হাসিনার নিরাপত্তা ও নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন, যা পরে অন্তর্বর্তী সরকারকে লিখিতভাবে জানানো হয়।' এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩১ আগস্ট ‘Rax David’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের "সিনেট" চেম্বারে অস্ট্রেলিয়ান গ্রিনস প্রধান 'রিচার্ড ডি ন্যাটালে' বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন, তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। তিনি আরো বলেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং আগামী নির্বাচনে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন গ্রিনস ফেডারেশন নেত্রীর পশে থাকবেন এবার সর্বাত্মক সহযোগীতা করবেন। পরবর্তীতে বাংলাদেশের ইন্টেরিম গভমেন্টকে তারা লিখিত আকারে এটি পেশ করেছেন।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান দ্য গ্রিনস পার্টির সিনেটর ডি ন্যাটালের সেসময়ে বাংলাদেশে হওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে সমালোচনা ও এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানানোর প্রস্তাব জানিয়ে দেওয়া বক্তব্যের। সাম্প্রতিক সময়ে দেওয়া কোনো বক্তব্যের নয়।
ভিডিওরটির বিষয়ে সার্চ এর মাধ্যমে ইউটিউবে ‘Australia 24 News’ নামক একটি ইউটিউব চ্যানেলে “Bangladesh issue in Australian Senate” শিরোনামে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়।
ভিডিওটির সাথে ফেসবুকে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির ০১:৩৯ সেকেন্ড থেকে ০২:২২ সেকেন্ড পর্যন্ত রিচার্ড ডি ন্যাটালের বক্তব্যে অংশ এবং ০২:৪৯ সেকেন্ড থেকে ০৩:০৩ সেকেন্ড পর্যন্ত উপস্থাপিকার বক্তব্যের অংশকে সম্পাদনার মাধ্যমে সংযুক্ত করে ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, 'সেসময়ে অস্ট্রেলিয়ান সিনেটে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, গণমাধ্যম দমন, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের অনুমতি এবং রোড সেফটি আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের সমালোচনা করেছে।
সিনেটর ডি ন্যাটালে (অস্ট্রেলিয়ান দ্য গ্রিনস পার্টির) এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানানোর প্রস্তাব তুললেও লিবারেল পার্টি বিরোধিতা করায় ভোট হয়নি (ভিডিওর ট্রান্সক্রিপ্ট থেকে অনূদিত ও সংক্ষেপিত)'। ভিডিও প্রতিবেদনটির প্রিভিউ দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের অফিশিয়াল সাইটেও ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর সিনেটে আলোচনার ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়। ট্রান্সক্রিপ্ট থেকে ডি ন্যাটালের বক্তব্যের সাথে মূল ভিডিওটির বক্তব্যের মিল পাওয়া যায়। পার্লামেন্ট হাউসের সাইটের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি ২০১৮ সালে পার্লামেন্ট হাউসের সিনেট চেম্বারে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের তৎকালীন সিনেটর রিচার্ড ডি ন্যাটালের দেওয়া বক্তব্যের।
উল্লেখ্য অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের অফিশিয়াল সাইটে রিচার্ড ডি ন্যাটালের প্রোফাইল থেকে জানা যায়, তিনি ২০২০ সালের ২৬ আগস্ট অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসের সিনেটর পদ থেকে পদত্যাগ করেন।
সুতরাং সামাজিক মাধ্যমে ২০১৮ সালে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে তৎকালীন বাংলাদেশ প্রেক্ষাপটে দেওয়া এক বক্তব্যকে সম্প্রতি ডি ন্যাটালে সিনেটে বাংলাদেশের সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে শেখ হাসিনার নিরাপত্তা ও নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেওয়ার বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।