
সাবরিনার সাক্ষাৎকারের ভিডিওতে অন্যের কণ্ঠ যোগ করে প্রচার
কয়েকটি ফেসবুক পেইজে কণ্ঠ বিকৃত করা এই ভিডিও পোস্ট করার পর অনেকে বিভ্রান্ত হচ্ছেন।

জেকেজি হেলথকেয়ার কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে নিয়ে একটি এডিট করা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
এর মধ্যে Elias Hossain Journalist, 'হাসির জন্যে ৩ মিনিটই যথেষ্ট', 'BNP Public Media' ইত্যাদি পেইজে ভিডিওটি সবচেয়ে বেশি 'ভিউ' হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডা. সাবরিনাকে কিছু অশ্লীল ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করছেন এক সাংবাদিক এবং সাবরিনা স্বতস্ফূর্তভাবে সেগুলোর জবাব দিচ্ছেন। ভিডিওতে তার সাবরিনার নামও বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিকে দেয়া ডা. সাবরিনার একটি সাক্ষাৎকারের আংশিক ক্লিপ। সাক্ষাৎকারের মূল ভিডিওটি দেখুন এখানে।
সময় টিভির সাক্ষাৎকারের ভিডিওতে সাবরিনার ভয়েস বাদ দিয়ে সানাই মাহবুব নামে একজন মডেলের ২০১৮ সালে একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন তার কিছু অংশ জুড়ে দেয়া হয়েছে।
Updated On: 2020-10-15T23:35:06+05:30
Claim : ডা. সাবরিনার বক্তব্য: নিচ তলা ভাড়া দিয়ে দো’তলার কাজে হাত দিয়েছি
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story