BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • হার্ভার্ডে যুক্তরাষ্ট্রের পতাকা...
ফেক নিউজ

হার্ভার্ডে যুক্তরাষ্ট্রের পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়নি

বুম বাংলাদেশ দেখেছে, যুক্তরাষ্ট্রে শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় সেখানে রাষ্ট্রীয় পতাকা টানানো ছিল না।

By - Mamun Abdullah |
Published -  15 May 2024 11:04 PM IST
  • হার্ভার্ডে যুক্তরাষ্ট্রের পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়নি

    সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে পোস্ট করে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইকনিক জন হার্ভার্ড ভাস্কর্যের পাশে ইসরাইল-বিরোধী বিক্ষোভকারীরা আমেরিকান পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। সামাজিক মাধ্যম ফেসবুকেও বিভিন্ন আইডি ও পেজ থেকে একই দাবি প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৩০ এপ্রিল 'lamag' নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি লিংক পোস্ট করে উল্লেখ করা হয়, ""Shame!" Protesters decry as Palestinian flags briefly replace the American flag over Harvard's University Hall. "The actions are a violation of University policy," says a university spokesperson. Disciplinary actions to follow." পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    একই দাবিতে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন আইডি ও পেজ থেকেও ফেসবুকে পোস্ট করা হয়েছে। গত ২৯ এপ্রিল কালবেলা পত্রিকার ফেসবুক পেজ 'Kalbela World' থেকে একটি ভিডিও প্রতিবেদন পোস্ট করে লেখা হয়, "মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা"। স্ক্রিনশট দেখুন--



    একই দাবিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো দেখুন--

    ইনকিলাব: মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনের ঝান্ডা!

    যায় যায় দিন: হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনের পতাকা, ভিডিও ভাইরাল

    নয়া দিগন্ত: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনি পতাকা

    ভোরের কাগজ: মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ডে

    মানবজমিন: মার্কিন পতাকা নামিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উড়লো ফিলিস্তিনি পতাকা!

    বাংলা টিভি: মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ালো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

    প্রতিবেদনগুলোতে বলা হয়, গাজায় ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক 'গণহত্যা'র প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে আন্দোলনে অংশ নেওয়া অন্তত ৯০০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। একপর্যায়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে বিক্ষোভকারীরা।


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ফিলিস্তিন সমর্থিত আন্দোলনকারীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জন হার্ভার্ডের ভাস্কর্যের পাশে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা প্রতিস্থাপন করা হয়নি। যুক্তরাষ্ট্রে শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা সেদিন উড়ানো হয়নি। অর্থাৎ পতাকা উড়ানোর স্থান ফাঁকা ছিল এবং সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা।


    দাবিটির ‍উৎস:

    কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির পক্ষে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। কিন্তু টাইমস অব ইন্ডিয়া এর ওয়েবসাইটে কোটেশন চিহ্ন দিয়ে "Harvard protesters replace US flag with Palestinian one amid anti-Israel stir" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জন হার্ভার্ডের ভাস্কর্যের পাশে যুক্তরাষ্ট্রের পতাকা সরিয়ে তার স্থলে ফিলিস্তিনের পতাকা স্থাপন করেছে তিনজন শিক্ষার্থী। যদিও ওই প্রতিবেদনের শেষে বলা হয়, দ্যা হার্ভার্ড ক্রিমসনের রিপোর্ট অনুযায়ী ঘটনার সময় যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানো ছিল না, সাধারণত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানো হয়ে থাকে। (যুক্তরাষ্ট্রে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবস। অর্থাৎ এতে বোঝানো হয়েছে, কর্মদিবসে সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানো হয়। যেহেতু ঘটনার দিন শনিবার সাপ্তাহিক ছুটির দিন ছিল, তাই সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানো ছিল না।) প্রতিবেদনটির সূত্র হিসেবে নিউ ইয়র্ক পোস্টের নাম ব্যবহার করা হয়। স্ক্রিনশট দেখুন--


    এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে নিউ ইয়র্ক পোস্টের ওয়েবসাইটে গিয়ে "Harvard anti-Israel protesters fly Palestinian flag in spot reserved for Stars & Stripes as demonstrations ramp up across country" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বিরোধী আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইভি লীগ স্কুলের জায়গায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে, যেখানে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়। প্রতিবেদনটিতে দ্যা হার্ভার্ড ক্রিমসনের রিপোর্টের তথ্য তুলে ধরা হয়। কিন্তু টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্টকে সূত্র হিসেবে উল্লেখ করা হলেও দুটি প্রতিবেদনের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--



    দ্যা হার্ভার্ড ক্রিমসনের রিপোর্ট:

    কি ওয়ার্ড সার্চ করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত দ্যা হার্ভার্ড ক্রিমসনের ওয়েবসাইটে "Encampment Protesters Briefly Raise 3 Palestinian Flags Over Harvard Yard" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চলমান ইসরায়েল বিরোধী আন্দোলনে ফিলিস্তিন সমর্থিত বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের জন হার্ভার্ডের ভাস্কর্যের পাশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে। যেখানে মাঝে মাঝে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করা হয়। হার্ভার্ড মুখপাত্রের বরাতে ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে আমেরিকান পতাকা প্রতি সোমবার থেকে শুক্রবার, সকাল ৭টায় উত্তোলন করা হয় এবং বিকেল ৪টায় নামিয়ে সংরক্ষণ করা হয়। স্ক্রিনশট দেখুন--



    এদিকে কি-ওয়ার্ড সার্চ করে বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে "US flag at Harvard was not ‘replaced’ by Palestinian flag" শিরোনামের একটি ফ্যাক্ট চেক প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টে টেক্সটসহ একটি ভিডিও শেয়ার করে বলা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে উড়ানো যুক্তরাষ্ট্রের পতাকা একটি ফিলিস্তিনি পতাকা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে এর স্থলে ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়নি। ঘটনার দিন ছিল শনিবার, সেখানে সাধারণত যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানো হয় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। স্ক্রিনশট দেখুন--



    একই সার্চে নিউজ উইক, ফ্যাক্টচেক ডট ওআরজি এর ওয়েবসাইটে এ বিষয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পতাকা উড়ানোর সময় সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা ছিল না, তাই যুক্তরাষ্ট্রের পতাকা নামানোর তথ্যটি সঠিক নয়।

    এছাড়া, হার্ভার্ডে ফিলিস্তিনের পতাকা উড়ানোর যে ভিডিওটি প্রচারিত হয়েছে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে, সে ভিডিওতে ফিলিস্তিনের পতাকা উড়ানোর দৃশ্য দেখা গেলেও যুক্তরাষ্ট্রের পতাকা নামানোর দৃশ্য দেখা যায়নি।

    অর্থাৎ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন হার্ভার্ডের ভাস্কর্যের পাশে যুক্তরাষ্ট্রের পতাকা উড়ানোর স্থানে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানোর দাবিটি সঠিক নয়।

    সুতরাং ইসরায়েল বিরোধী আন্দোলনকারীরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের পতাকা সরিয়ে ফিলিস্তিনের পতাকা স্থাপনের দাবিটি বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   হার্ভার্ডে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন।
    Claimed By :  Threads Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!