ভিডিওটি সৌদি আরবে দীপাবলি পালনের নয়
বুম বাংলাদেশ দেখেছে, দুবাইয়ে জাতীয় দিবস পালনের সময়ে ধারণকৃত ভিডিওকে সৌদি আরবে দীপাবলি পালনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সৌদি আরবে দীপাবলি পালনের সময়ে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২২ অক্টোবর 'প্রকাশ চন্দ্র নাথ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সৌদি আরব কট্টরতা পরিহার করে উদার মানবিক সমাজ গড়ে তোলার অংশ হিসাবে দেওয়ালি উৎসব পালনের সুযোগ দিয়েছেন। সৌদি আরবে দীপাবলি উদযাপনের দৃশ্যটা দেখুন। কিভাবে মহা ধুমধামের সাথে দীপাবলির আতশবাজি ফাটাচ্ছে সৌদি আরব।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে দুবাইয়ের জাতীয় দিবস পালনের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়। দুবাইয়ের সেই ভিডিওকে আলোচ্য পোস্টে সৌদি আরবে দীপাবলি পালনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'hamzaalyofficial' নামে একটি টিকটক একাউন্ট থেকে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "UAE NATIONAL DAY AE #UAE #ABUDHABI #DUBAI #fireworks #celebration #dubainight #REELS #uaenationalday"। টিকটক পোস্টটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ৩ ডিসেম্বর 'Alih Aradani VLogs' নামে একটি ইউটিউব চ্যানেলে দিবস পালনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশনে লেখা থাকতে দেখা যায়, "Happy 52years national day UAE Abu Dhabi". এ থেকে বোঝা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বর আরব আমিরাতের শহর দুবাইয়ে দেশটির ৫২ তম জাতীয় দিবস পালন করা হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, kalyan.entertainment নামে একটি ইউটিউব শর্ট ভিডিও এবং comm_worldphone নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সৌদি আরবে দীপাবলি পালনের নয় বরং দুবাই সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস পালনের প্রাক্কালে ধারণ করা হয়।
সুতরাং দুবাইয়ে জাতীয় দিবস পালনের ভিডিও শেয়ার করে ভিডিওটি সৌদি আরবে দীপাবলি পালনের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




