BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ‘শেখ হাসিনা বাংলাদেশের...
ফেক নিউজ

‘শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী’ এমন মন্তব্য করেননি ট্রাম্প

বুম বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে পিডিবি পডকাস্টকে কোনো মন্তব্যই করেননি ডোনাল্ড ট্রাম্প।

By - Mamun Abdullah |
Published -  17 Nov 2024 9:35 AM
  • ‘শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী’ এমন মন্তব্য করেননি ট্রাম্প

    সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস’র একটি একাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হয়েছে, পিডিবি পডকাস্টের স্বাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “তিনি মনে করেন এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” পোস্টটি দেখুন এখানে। পাশাপাশি একই দাবিতে ফেসবুকেও বিভিন্ন একাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৯ নভেম্বর 'hori_shundar_roy' নামের একটি থ্রেডস একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী" --প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক স্বাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন- "যারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান।" ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষাৎকারে আরও বলেন, "বাংলাদেশ-পাকিস্তানে কি হচ্ছে আমি সব জানি। এখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে।" স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। গত ১৭ অক্টোবর পিবিডি পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে নিয়ে কোনও মন্তব্যই করেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার পুরো সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গই ছিলো না।

    আমেরিকায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করলে তা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচারিত হওয়াটাই স্বাভাবিক। যদিও ভাইরাল দাবির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে সংশ্লিষ্ট বিষয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

    এমনকি ভাইরাল পোস্টগুলোর দাবি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পিডিবি পডকাস্টের সাক্ষাৎকার দিয়েছেন। পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে “Donald Trump Gets Emotional - Speaks On Tariffs, Obama & Iran” শিরোনামে ‘PBD Podcast’ এর ইউটিউব চ্যানেলে ১৭ অক্টোবর প্রকাশিত সাক্ষাৎকারটি পাওয়া যায়। যেখানে ট্রাম্প কমলা হ্যারিস, প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, সংবাদমাধ্যমের ভূমিকা, ইরানের ওপর জারি নিষেধাজ্ঞা, নির্বাচনে কৃষ্ণাঙ্গদের ভোটের গুরুত্ব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আমেরিকার পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করলেও বাংলাদেশ বা শেখ হাসিনা সম্পর্কে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। ভিডিওটি দেখুন--


    পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “Trump Claims ‘A Lot Of People Didn’t Know’ Harris Is Black—Months After Questioning Her Race” শিরোনামে ‘Forbes’ ম্যাগাজিনে আলোচ্য সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে বাংলাদেশ বা শেখ হাসিনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--



    তবে কি-ওয়ার্ড সার্চ করে ৩১ অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল এক্স একাউন্টে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললেও পোস্টের কোথাও তিনি শেখ হাসিনা কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে কোনও মন্তব্য করেননি। পোস্টটি দেখুন--

    অর্থাৎ পিবিডি পডকাস্টকে দেওয়া স্বাক্ষাৎকারে আমেরিকার দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে কোনও মন্তব্যই করেননি।

    সুতরাং ডোনাল্ড ট্রাম্প পিবিডি পডকাস্টের সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বলে প্রচার করা হচ্ছে থ্রেডস’এ, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী: পিবিডি পডকাস্টকে ডোনাল্ড ট্রাম্প।
    Claimed By :  Threads Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!