
তারেক রহমানের সাথে ট্রুডোর এডিট করা ছবি প্রচার
বারাক ওবামার সাথে তোলা ছবিকে এডিট করে তারেক রহমানের ছবি বসানো হয়েছে

ফেসবুকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ছবি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে তারেক রহমানের সাথে সেলফি তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেখুন এমন কিছু পোস্ট, এখানে ও এখানে।
Zaima Rahman- Fan Club গ্রুপ নামক একটি গ্রুপে গত ৪ নভেম্বর ছবিটি পোস্ট করেন Naeem Mridha. যার ক্যাপশন ছিল-
"তারুন্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।" বা "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।"
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
বুম ছবিটিকে গুগল রিভার্স সার্চিং করে দেখেছে ছবিটি এডিট করা। মূল ছবিটি ২০১৬ সালে North American Leaders' Summit এর সময়ে তোলা হয়েছিলো। যা সে সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়। দেখুন - এখানে , এখানে।
ছবিটিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সেলফি তুলছিলেন। ট্রুডোর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকেও আপলোড করা হয়েছিলো।
সুতরাং তারেক রহমানের সাথে জাস্টিন ট্রুডোর ছবিটি ভুয়া।
Updated On: 2020-11-09T09:35:55+05:30
Claim : তারেক রহমানের সাথে সেলফিতে জাস্টিন ট্রুডো
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story