BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • বৃষ্টির পানিতে শিক্ষার্থীরা খেলছে...
ফেক নিউজ

বৃষ্টির পানিতে শিক্ষার্থীরা খেলছে এই ভিডিওটি মাইলস্টোনের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রেওয়া শহরে জ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলের মাঠে ধারণ করা হয়েছে।

By - Ummay Ammara Eva |
Published -  31 July 2025 3:58 PM IST
  • বৃষ্টির পানিতে শিক্ষার্থীরা খেলছে এই ভিডিওটি মাইলস্টোনের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিদ্যালয়ের সামনের মাঠে জমে থাকা পানির ভিতরে শিশুদের খেলাধুলায় মত্ত হওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটিতে উপস্থিত শিশুরা উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী, সম্প্রতি স্কুলটিতে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এই শিশুরা মারা গেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ২৯ জুলাই 'Ahmed Èmrul' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, ""মাইলস্টোনের" হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো,মৃত্যুর ৮ দিন আগে এভাবে বৃষ্টিতে ভিজে উল্লাসে মেতে ছিলো! যতদিন দগ্ধিত শিশুদের পিতামাতা বেঁচে থাকবে,ততদিন এই ভিডিও ফুটেজ তাদের কাঁদাবে! আল্লাহ ক্ষমা করো আমাদের!💔🥹 আল্লাহ আপনি এই বাচ্চাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো বিদ্যালয়ে নয় বরং ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রেওয়া শহরের জ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুল নামে একটি বিদ্যালয়ের প্রাঙ্গণে ধারণ করা হয়েছে।

    আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে দেখানো বিদ্যালয়ের নামফলকে "Jyoti Senior Secondary School" লেখা থাকতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



    পরবর্তীতে ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে গত ১১ জুলাই 'anurag.rewa' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "Children usually develop social laughter and giggles.* Today at Jyoti School Rewa (শিশুরা সাধারণত সামাজিকভাবে হাসি এবং হাসির অনুভূতি জাগায়।* আজ জ্যোতি স্কুল, রেওয়াতে--- অনূদিত)". ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--

    View this post on Instagram

    A post shared by MP NEWS (@mpnews24_)


    উপরের পোস্টের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে Jyoti Senior Secondary School, Rewa নামে একটি বিদ্যালয়ের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। পেজটি থেকে জানা যায়, উক্ত বিদ্যালয়টি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আলোচ্য ভিডিওতে দেখানো বিদ্যালয়ের সাথে উক্ত বিদ্যালয়ের গঠনগত মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ফেসবুক পেজের পরিচিতিতে বলা হয়, "A private, unaided, minority English Medium School, running under the general management of the Catholic Diocese of Satna, registered under the M.P. Society, Registration, Act. 1964 (Reg.No. 3276 of 28/04/1973). Affiliated to C.B.S.E., Ajmer.(সাতনার ক্যাথলিক ডায়োসিসের সাধারণ ব্যবস্থাপনায় পরিচালিত একটি বেসরকারি, অনুদানবিহীন, সংখ্যালঘুদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল, যা এম.পি. সোসাইটি, রেজিস্ট্রেশন, আইন ১৯৬৪ (২৮/০৪/১৯৭৩ এর রেজিস্ট্রেশন নং ৩২৭৬) এর অধীনে নিবন্ধিত। সি.বি.এস.ই., আজমিরের সাথে অনুমোদিত।-অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--



    এবারে আলোচ্য ভিডিওটির একটি স্ক্রিনশট (বামে) এবং উপরের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত উক্ত বিদ্যালয়ের একটি ছবি দেখুন পাশাপাশি---



    আরো সার্চ করে গত ১৩ জুলাই 'mpnews24_' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--

    View this post on Instagram

    A post shared by MP NEWS (@mpnews24_)


    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওর শিক্ষার্থীরা মাইলস্টোন স্কুলের নয় বরং ভারতের একটি স্কুলের শিক্ষার্থী।

    উল্লেখ্য, গত ২২ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহতের ঘটনা ঘটে।

    সুতরাং ভারতের স্কুলের শিক্ষার্থীদের স্কুলের সামনে বৃষ্টির পানিতে খেলাধুলার ভিডিওকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের বলে দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    SchoolStudents
    Read Full Article
    Claim :   \"মাইলস্টোনের\" হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো, মৃত্যুর ৮ দিন আগে এভাবে বৃষ্টিতে ভিজে উল্লাসে মেতে ছিলো।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!