প্রাইভেট কার দুর্ঘটনার এই ভিডিওটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি ভারতের রাজস্থানের নাহারগড়ে ঘটা একটি গাড়ি দুর্ঘটনার সময়ে ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে একটি প্রাইভেট কার দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, দুর্ঘটনা ঘটানো গাড়িটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের, মদ পান করে মাতাল অবস্থায় গাড়ি চাপা দিয়ে চারজনকে মেরে ফেলেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২২ এপ্রিল 'Juel Miah' নামে একটি ফেসবুকে একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "গভীর রাতে মদ্যপান অবস্থায় সমন্বয়কের গাড়ি চাপায় প্রা*ণ হা*রালো চারজন! হায়রে ক্ষমতার দাপট! সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি!"। ভিডিওটিতে একটি সড়কে একটি প্রাইভেট কারকে কয়েকজন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বেপরোয়া গতিতে চলে যেতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় বরং এটি ভারতের রাজস্থান রাজ্যের নাহারগড়ে এক সড়ক দুর্ঘটনার ভিডিও।
ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ'য়ের ইউটিউব চ্যানেল মিরর নাউ'য়ে গত ৮ এপ্রিল "Watch: Rajasthan Drunk Driver Goes On Rampage; 3 People Dead, 6 Critically Injured | Latest News" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজস্থান রাজ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে একজন গাড়িচালক। ওই দুর্ঘটনায় ৩ জন নিহত এবং আহত হন বেশ কয়েকজন। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়া ভারতেরই আরেকটি গণমাধ্যম নিউজ নাইনের ইউটিউব চ্যানেলেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, আরো কি-ওয়ার্চ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে'র ওয়েবসাইটে গত ৮ এপ্রিল "Video: Drunk Congress worker kills 3 in Jaipur as people run in panic, expelled" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের জয়পুর শহরের নাহারগড় নামক স্থানে ওসমান নামে এক ব্যক্তি তার গাড়ি দিয়ে পথচারীদেরকে ধাক্কা দিলে ৩ জন নিহত হন, আহত হন আরো অনেকে। স্ক্রিনশট দেখুন--

এছাড়াও ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন, দ্য ইকোনমিক টাইমসএবং হিন্দুস্থান টাইমসের ওয়েবসাইটে একই ঘটনা সম্পর্কে একই তথ্যসহ সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওতে দৃশ্যমান গাড়িটি বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো সমন্বয়কের নয়। ভারতের রাজস্থানে ঘটা একটি গাড়ি দুর্ঘটনার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ভারতের রাজস্থানে ঘটা একটি গাড়ি দুর্ঘটনার ভিডিও শেয়ার করে দুর্ঘটনাটির সাথে বৈষ্যম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জড়িত বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।