ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার এই ভিডিওটি দুই বছরের পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের এই ভিডিওটি ২০২৩ সালের ডিসেম্বরে ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ওবায়দুল কাদের জরুরী সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
৩ ঘন্টা আগে 'Muhammad Abdullah Al Noman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "....হঠাৎ সব নেতাকর্মীদের সাথে নিয়ে কলকাতা থেকে,ওবায়দুল কাদেরের জরুরী সংবাদ সম্মেলন ?"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রধানে এই ভিডিওটি ২০২৩ সালের ১১ ডিসেম্বর ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি ঠেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৩ সালের ১১ ডিসেম্বর "হামলা হলে মামলা হবেই, ছাড়াছাড়ি নেই : কাদের" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, হামলা করলে মামলা হবেই। আর মামলা হলে গ্রেপ্তার হবে, সাজা হবে; কোনো ছাড়াছাড়ি নেই। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে এ যৌথ সভার আয়োজন করা হয়।"। স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট (বামে) এবং উপরের প্রতিবেদন থেকে প্রাপ্ত ছবিটির (ডানে) একটি স্ক্রিনশট দেখুন পাশাপাশি--
পরবর্তীতে আরো কি-ফ্রেম সার্চ করে দৈনিক আমাদের সময়ের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১১ ডিসেম্বর "হামলা হলে মামলা হবেই, বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের | Obaidul Quader | Amader Shomoy" প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত দৃশ্যসহ একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
এছাড়াও, যমুনা টেলিভিশন, আজকের পত্রিকা এবং বায়ান্নো টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত ভিডিও একই তথ্যসহ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৩ সালের ১১ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে কথা বলার সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ২ বছর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে কথা বলার একটি ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




