BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • এই ভিডিওটি সম্প্রতি রাশিয়ায় ঘটা...
ফেক নিউজ

এই ভিডিওটি সম্প্রতি রাশিয়ায় ঘটা উচ্চমাত্রার ভূমিকম্পের নয়

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি এইবছরের মার্চ মাসে মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের সময়ে সিসি ক্যামেরায় ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva |
Published -  31 July 2025 4:28 PM IST
  • এই ভিডিওটি সম্প্রতি রাশিয়ায় ঘটা উচ্চমাত্রার ভূমিকম্পের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্প চলাকালে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ৩০ জুলাই 'Shaiful Islam Mamun' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "রাশিয়ায় শক্তিশালী ভূ'মিকম্প,…"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি রাশিয়ায় ঘটা ভূমিকম্পের সময়ে ধারণ করা হয়নি বরং গত মার্চ মাসে মিয়ানমারে ঘটা ভূমিকম্পের সময়ে সিসি ক্যামেরায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে এবছরের ৩১ মার্চ মিয়ানমার থেকে পরিচালিত গণমাধ্যম "enanyang.my/"-তে "【缅甸地震/视频】手机店瞬间移位画面曝 网民竟热议“电眼品牌”" ([মায়ানমারের ভূমিকম্প/ভিডিও] মোবাইল ফোনের দোকানের হঠাৎ পরিবর্তনশীল ফুটেজ "ইলেকট্রিক আই" ব্র্যান্ড নিয়ে অনলাইন বিতর্কের জন্ম দিয়েছে।-- গুগলের সাহায্যে অনূদিত)" শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির দৃশ্যের মতো স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "২৮শে মার্চ মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর, একটি ভূমিকম্পের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে যে একটি মোবাইল ফোনের দোকানের একজন মহিলা কর্মচারী তীব্র ভূমিকম্পের সময় সুরক্ষার জন্য শান্তভাবে একটি টেবিলের নীচে ঝুঁকে পড়েছেন। দৃশ্যটি রোমাঞ্চকর ছিল, কিন্তু ফুটেজের স্পষ্টতা এবং স্থিতিশীলতা, যা পুরো ঘটনাটি ধারণ করেছে, অপ্রত্যাশিতভাবে "সিসিটিভি ব্র্যান্ড" সম্পর্কে অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত প্রায় আধ মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে শক্তিশালী ভূমিকম্পের সময় দোকানের জিনিসপত্র নাটকীয়ভাবে নড়ছে। ভিডিওতে কর্মচারী কাউন্টারে বসে ছিলেন, প্রথমে ভারসাম্যের জন্য টেবিলের সাথে আঁকড়ে ছিলেন। কম্পন তীব্র হওয়ার সাথে সাথে, তার চারপাশের তাকগুলি ভেঙে পড়ে, পণ্যদ্রব্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি টের পেয়ে, তিনি দ্রুত সুরক্ষার জন্য একটি টেবিলের নীচে ঝুঁকে পড়েন। অনেক নেটিজেন ফুটেজটি দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে মন্তব্য করেছেন, "এটি একটি সত্যিকারের ভূমিকম্প প্রস্তুতির পাঠ" এবং "যে কোনও সিমুলেশনের চেয়েও বেশি বিশ্বাসযোগ্য।" তবে, কিছু নেটিজেন সিসিটিভিতে রোমাঞ্চকর দৃশ্য ধারণ করা নিয়েও কথা বলেছেন, "এটি কোন ব্র্যান্ডের? এটি মোটেও কাঁপছিল না", "ভূমিকম্পটি এত বড় ছিল, কিন্তু ক্যামেরাটি নড়েনি", "ছবির মান এবং স্থিতিশীলতা কেবল নির্মাতার জন্য সেরা বিজ্ঞাপনের উপাদান।""। স্ক্রিনশট দেখুন--




    পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের ইউটিউব চ্যানেলেও এবছরের ৩১ মার্চ "Terrifying moment Myanmar earthquake hits shop, sending shelves flying (মায়ানমারের ভূমিকম্পে দোকানে ভয়াবহ ভূমিকম্প, দোকানের তাক উড়ে গেল)" শিরোনামে আপলোডকৃত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত সিসিটিভি ফুটেজটির উপরিভাগে ২০২৫ সালের ২৮ মার্চ তারিখ লেখা থাকতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--


    ডেইলি মেইলের এক্স (সাবেক টুইটার) একাউন্টেও "Shelves fall as earthquake rattles shop in Myanmar" ক্যাপশনে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এছাড়াও, আরো একাধিক গণমাধ্যম এবং গণমাধ্যমের সামাজিক মাধ্যমে আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভূমিকম্পের আলোচ্য দৃশ্যটি সম্প্রতি রাশিয়ায় ঘটা ভূমিকম্পের নয় বরং গত মার্চ মাসে মিয়ানমারে ঘটা ভূমিকম্পের সময়ে সিসি ক্যামেরায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    উল্লেখ্য গতকাল ৩০ জুলাই রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

    সুতরাং মিয়ানমারের ভূমিকম্পের ভিডিওকে রাশিয়ার বলে দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    RussiaEarthquakeMyanmar
    Read Full Article
    Claim :   রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, আসছে সুনামি।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!