সেনাসদস্য আহত হওয়ার এই ভিডিওটি খাগড়াছড়ির নয়
বুম বাংলাদেশ দেখেছে, গত জুলাই মাসে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলাকালে সচিবালয়ের সামনে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, খাগড়াছড়িতে উপজাতিদের হাতে নির্যাতিত হয়েছেন এক সেনাসদস্য। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ সেপ্টেম্বর 'Nurul Afsar' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "উপজাতিরা সেনাবাহিনীকে ধরে নিয়ে গিযে প্রায় দুঘন্টা টর্চার করে ছেড়ে দেয়। সেনাবাহিনীর উচিত পরিকল্পিত ব্যবস্থা গ্রহন করা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি খাগড়াছড়িতে চলমান সংঘর্ষের সময়ে ধারণ করা হয়নি। গত ২২ জুলাই রাজধানীতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ চলাকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাক ডিজিটালের ইউটিউব চ্যানেলে গত ২২ জুলাই "শিক্ষার্থীদের আ/ক্র/মণে সেনা সদস্য গু/রুতর আ/হত | BD Army | Students | Ittefaq" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওতে প্রতিবেদককে বলতে শোনা যায়, "শিক্ষার্থীদের আক্রমণে সেনাসদস্য আহত হয়েছেন। তাকে নিয়ে আসা হয়েছে সচিবালয়ের ভিতরে।" উক্ত ভিডিওটির ১৭ সেকেন্ডে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সন, ফেসবুক পেজ এবং ইউটিউব শর্টসে একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি খাগড়াছড়িতে নয় বরং গত জুলাই মাসের ২২ তারিখে রাজধানীতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ চলাকালে ধারণ করা হয়।
সুতরাং সচিবালয়ের সামনে সংঘর্ষে সেনাসদস্যের আহত হওয়ার ভিডিও দিয়ে খাগড়াছড়ির ঘটনা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।