মিছিলের কফিনে থাকা লাশ আল আকসার ইমামের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি গত আগস্ট মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি যোদ্ধা ইব্রাহিম আল-নাবুলসির জানাজার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, আল আকসা মসজিদের ইমামকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ভিডিওটিতে ফিলিস্তিনের পতাকায় মোড়ানো এক ব্যক্তির লাশের কফিন নিয়ে মিছিল করতে দেখায় যায়। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ এপ্রিল "Simple Life with Sujan" নামের একটি ফেসবুক পেজ থেকে ফুটেজটি পোস্ট করে লেখা হয়, "আল আকসা মসজিদের ইমামকে মেরে ফেলেছে ইজরায়েল কু...বাচ্চারা ফিলিস্তিন জিন্দাবাদ"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি আল আকসা মসজিদের ইমামের লাশ নিয়ে মিছিলের নয় বরং ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনের আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসির জানাজার।
ভিডিওটি থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, ফিলিস্তিনি সংবাদমাধ্যম 'شبكة قدس فيد'-এর ইউটিউব চ্যানেলে "شاهد| تشييع جثمان الشهيد إبراهيم النابلسي في البلدة القديمة بنابلس." ক্যাপশন সহ মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০২২ সালের ৯ আগস্ট পোস্ট করা হয়েছে। আরবিতে লেখা ক্যাপশনের স্বয়ংক্রিয় অনুবাদ থেকে জানা যায়, ভিডিওটি আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসির জানাজার সময় ধারণ করা।
এই সূত্রধরে সার্চ করার পর, আল জাজিরা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে ব্রাহিম আল-নাবুলসির মৃত্যুর খবর প্রকাশিত হতে দেখা যায়। আল জাজিরায় ২০২২ সালের ৯ আগস্ট "Israeli forces kill al-Aqsa Brigades commander in Nablus raid" শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তৎকালে ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসিসহ তিন ফিলিস্তিনি নিহত হন। কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বেশ পরিচিত মুখ ছিলেন। এছাড়া একাধিকবার সার্চ করেও আল আকসা মসজিদের ইমামের নিহত হবার কোনো খবর আন্তর্জাতিক কিংবা ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ ভিডিওটি আল আকসা মসজিদের ইমামের নয় বরং ফিলিস্তিনি এক প্রতিরোধ যোদ্ধার জানাজার।
সুতরাং ফিলিস্তিনি একজন যোদ্ধার জানাজার ভিডিওকে আল আকসা মসজিদের ইমামের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।