BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • মানুষের সাথে চিতাবাঘের লড়াইয়ের এই...
ফেক নিউজ

মানুষের সাথে চিতাবাঘের লড়াইয়ের এই ভিডিওটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাখিমপুর খেরি শহরের একটি ইটভাটার পাশে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva |
Published -  30 Jun 2025 6:39 PM IST
  • মানুষের সাথে চিতাবাঘের লড়াইয়ের এই ভিডিওটি বাংলাদেশের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, লক্ষ্মীপুর জেলায় একটি ইটের ভাটায় চিতাবাঘ ও মানুষের লড়াইয়ের ঘটনা ঘটেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ২৫ জুন 'MD Gias Uddin' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "লক্ষ্মীপুরে ইটের ভাটায় চিতাবাঘ ও মানুষের লড়াই, বন্ধুরা গতকালকে লক্ষ্মীপুরে এক ব্রিকফিলে দেখা মিলল এক চিতাবাঘের, কি ডেঞ্জারেস ব্যাপার একটা মানুষ একাই লড়ছে বাঘের সাথে।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের লক্ষ্মীপুরে ধারণ করা হয়নি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাখিমপুর খেরি শহরের একটি ইটভাটার পাশে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ২৫ জুন 'Watch: Leopard attacks worker in UP, man fights it off with bare hands' শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে আলোচ্য ভিডিওটির মত দুটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে, একজন ইটভাটা শ্রমিক সাহসিকতার সাথে চিমনি থেকে বেরিয়ে এসে আক্রমণ করা একটি চিতাবাঘকে পরাজিত করে। ঘটনাটি সবার মনোযোগ আকর্ষণ করে এবং আশেপাশের শ্রমিকরা প্রাণীটিকে তাড়িয়ে দিতে সাহায্য করে। পরবর্তী অনুসন্ধানের সময় বন কর্মকর্তারা আহত হন এবং অবশেষে চিতাবাঘটিকে শান্ত করে ধরা হয়। (অনূদিত)" স্ক্রিনশট দেখুন--



    আরো সার্চ করে গত ২৫ জুন ভারতীয় আরেকটি গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটে 'Leopard attacks labourer in Uttar Pradesh, he fights back bare-handed in chilling video' শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও আলোচ্য ভিডিওটির মত একটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও বলা হয়, "উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার একটি ইটভাটায় এক শ্রমিকের উপর চিতাবাঘের আক্রমণের ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে লোকটি খালি হাতেই চিতাবাঘটিকে তাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার বিকেলে বাবুরি গ্রামে এই ঘটনাটি ঘটে। (অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেল এবং রিপাবলিক ওয়ার্ল্ডের ওয়েবসাইটেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। চিতাবাঘের সাথে মানুষের লড়াইয়ের আলোচ্য ভিডিওটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় নয় বরং ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহরে ধারণ করা হয়েছে।

    সুতরাং চিতাবাঘের সাথে মানুষের লড়াইয়ের ভারতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!