প্রথম আলোর সংবাদের স্ক্রিনশট বিকৃত করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, প্রথম আলোয় প্রকাশিত একটি ফিচারের স্ক্রিনশটকে এডিটের মাধ্যমে বিকৃত করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগোযুক্ত একটি ফিচারের স্ক্রিনশট পোস্ট করা হচ্ছে। স্ক্রিনশটে যুক্ত ছবিটিতে 'আপনার সন্তান মালাউন হচ্ছে না তো?' শিরোনামে একটি ফিচার লেখা দেখতে পাওয়া যায়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৯ নভভেম্বর 'Towhid Hossain' নামে একটি ফেসবুক পেজ থেকে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগোযুক্ত একটি ফিচারের স্ক্রিনশট পোস্ট করা হয়। স্ক্রিনশটে দেখানো ফিচারটির শিরোনামে লেখা থাকতে দেখা যায়, "আপনার সন্তান মালাউন হচ্ছে না তো?"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিতে দেখানো স্ক্রিনশটটি এডিটেড। জাতীয় দৈনিক প্রথম আলোতে ২০১৬ সালের ২০ জুলাই ভিন্ন শিরোনামে প্রচারিত একটি ফিচারের স্ক্রিনশটকে এডিটের মাধ্যমে বিকৃত করে আলোচ্য স্ক্রিনশটটি প্রচার করা হচ্ছে।
আলোচ্য দাবির প্রেক্ষিতে কি-ওয়ার্ড ধরে সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এরকম কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৬ সালের ২০ জুলাই "আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো?" শিরোনামে প্রচারিত একটি ফিচার নিউজ খুঁজে পাওয়া যায়। উক্ত ফিচার লেখাটিতে থাকা ছবির সাথে আলোচ্য ছবিটির মিল দেখতে পাওয়া যায়। এছাড়াও স্ক্রিনশটে থাকা লেখকের নাম, ফিচারটি প্রকাশের সময় ও তারিখ সহ অন্যান্য সবকিছুতে মিল পাওয়া যায়। শুধু ’জঙ্গি’ এর স্থলে ‘মালাউন’ বসিয়ে শিরোনামটি এডিট করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ছবিটি (বামে) এবং প্রথম আলোতে প্রচারিত ফিচার নিউজটির ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ প্রথম আলো'র প্রচারিত একটি ভিন্ন ফিচার নিউজের স্ক্রিনশটকে এডিটের মাধ্যমে বিকৃত করে প্রচার করা হচ্ছে। প্রথম আলো আলোচ্য শিরোনামে কোনো ফিচার প্রকাশ করেনি।
সুতরাং প্রথম আলোর অনলাইনে প্রকাশিত একটি ফিচারের স্ক্রিনশটে, ফিচারের মূল শিরোনামে এডিট করে বিকৃত করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।