BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • মোদীর হাতে শেখ মুজিবের ছবি সম্বলিত...
ফেক নিউজ

মোদীর হাতে শেখ মুজিবের ছবি সম্বলিত প্ল্যাকার্ডের এই ছবিটি এআই তৈরি

বুম বাংলাদেশ দেখেছে, নরেন্দ্র মোদীর হাতে শেখ মুজিবের ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah |
Published -  31 Dec 2025 9:08 PM IST
  • মোদীর হাতে শেখ মুজিবের ছবি সম্বলিত প্ল্যাকার্ডের এই ছবিটি এআই তৈরি

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।

    গত ১৯ ডিসেম্বর ‘Albi Prodhan’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে নিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,এটায় হচ্ছে সম্মান। #Norendramodi #জয় বাংলা জয় বঙ্গবন্ধু..।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ছবিটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

    আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

    এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিশিয়াল এক্স, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম একাউন্টেও এই ধরনের ছবি-সহ কোনও পোস্ট পাওয়া যায়নি।

    যদিও কি ওয়ার্ড সার্চ করে গত ১৬ ডিসেম্বর নরেন্দ্র মোদীর অফিশিয়াল এক্স একাউন্ট ‘Narendra Modi’ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপনের একটি টুইট পাওয়া যায়। যেখানে মোদী লেখেন, “On Vijay Diwas, we remember the brave soldiers whose courage and sacrifice ensured India had a historic victory in 1971. Their steadfast resolve and selfless service protected our nation and etched a moment of pride in our history. This day stands as a salute to their valour and a reminder of their unmatched spirit. Their heroism continues to inspire generations of Indians.” তবে সেই টুইটে তিনি বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমানের সংক্রান্ত কোনও শব্দই উল্লেখ করেননি। এমনকি সেখানে তিনি কোনও ছবিই ব্যবহার করেননি। স্ক্রিনশট দেখুন--



    ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে আলো ও ছায়ার স্বাভাবিক সামঞ্জস্য নেই। পোস্টার ধরা হাত ও আঙুলের গঠন কিছুটা অস্বাভাবিক এবং ফেস ও ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত স্মুথ দেখাচ্ছে। পোস্টারের লেখা ও কম্পোজিশন বাস্তব ছবির তুলনায় অস্বাভাবিকভাবে নিখুঁত ও পোস্টার-লাইক, যা এআই বা এআই-সহায়তাপ্রাপ্ত এডিটের ইঙ্গিত দেয়।

    আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

    পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--


    এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'ইমেজ হুইস্পে্রর' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--


    অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে নরেন্দ্র মোদীর হাতে শেখ মুজিবের প্ল্যাকার্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   শেখ মুজিবুরের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিজয় দিবসের শুভেচ্ছা মোদীর।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!