BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • মুকেশ আম্বানি ও নীতা আম্বানির এই...
ফেক নিউজ

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির এই ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানির ভিন্ন একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva |
Published -  6 Jun 2024 8:54 PM IST
  • মুকেশ আম্বানি ও নীতা আম্বানির এই ছবিটি এডিটেড

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে ভারতের ধনকুবের মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানির একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সোনা দিয়ে তৈরি পোশাক পরে আছেন তারা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৩ জুন 'Syed Asfar' নামের একটি ফেসবুকে একাউন্ট থেকে একটি ছবি শেয়ার করে বলা হয়, "ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি ১৬০০ কোটির সোনার পোশাক পরে বিভিন্ন এঙ্গেল থেকে ছবি। আমি বুঝি না এতে কি ওনাদের খুব সুন্দর লাগছে? বিল গেটস বা বাফেটদের কখনো এ ধরণের বাহাদুরি দেখি নাই। এটা এখন এ উপমহাদেশে আর মধ্যপ্রাচ্যে দেখা যায়"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। ২০১৯ সালে নিজেদের আয়োজন করা দীপাবলি অনুষ্ঠানে তোলা তাদের একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

    ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ambani_update নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে ২০২৩ সালের ১২ নভেম্বর পোস্ট করা একটি ছবি খুঁজে পাওয়া যায়। অডিয়েন্সকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ছবিটি পোস্ট করা হয়। ইন্সটাগ্রাম পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "#throwback from 2019 Diwali party 🎉💖🤍 " অর্থাৎ ছবিটি ২০১৯ সালের দীপাবলি উৎসবের সময়ে ধারণ করা হয়েছিল। পোস্টে যুক্ত ছবিতে মুকেশ আম্বানি ও তার স্ত্রী নিতা আম্বানির মুখের ভঙ্গিমা, নীতা আম্বানির পরা গলার মালা এবং হাতের চুরি ও ব্রেসলেটের সাথে আলোচ্য পোস্টে যুক্ত ছবির মিল খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--


    এবারে আলোচ্য ছবিটি (বামে) এবং উপরের ইন্সটাগ্রাম পোস্টের ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--



    আরো রিভার্স ইমেজ সার্চ করে ভারতের কেরালা প্রদেশ থেকে পরিচালিত গণমাধ্যম প্রো কেরালার ওয়েবসাইটে ২০১৯ সালের ২৫ অক্টোবর "Mukesh Ambani hosts star-studded Diwali bash" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ওই একই ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তার স্ত্রী, রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নীতা আম্বানির এই ছবিটি ২০১৯ সালের ২৪ অক্টোবর মুম্বাইয়ে দীপাবলি উপলক্ষে নিজেদের আয়োজিত অনুষ্ঠানে ধারণ করা হয়। ওই অনুষ্ঠানে আম্বানি দম্পতি ভারতের বিখ্যাত ক্রিকেটারসহ তারকাদেরকে আমন্ত্রণ জানান। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, টাইমস নাউ নিউজ, দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটেও একই ছবি খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ ২০১৯ সালে দীপাবলি উৎসবে আম্বানি দম্পতির একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

    সুতরাং মুকেশ আম্বানি ও নীতা আম্বানি দম্পতির এডিটেড ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

    Tags

    False ClaimMukesh AmbaniNeeta AmbaniFake Photo
    Read Full Article
    Claim :   স্বর্ণনির্মিত পোশাকে মুকেশ আম্বানি ও নীতা আম্বানি।
    Claimed By :  https://www.facebook.com/100000518794513/posts/8292406957453182/?mibextid=xfxF2i&rdid=AtmkmwBPz4ZIorLh
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!