খালেদা জিয়ার সঙ্গী ফাতেমার এই ছবিটি বাস্তব নয়, এআই নির্মিত
বুম বাংলাদেশ দেখেছে, তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার কারাসঙ্গী ফাতেমার এই ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে একই টেবিলে বসে বেগম খালেদা জিয়ার কারাসঙ্গী ফাতেমার একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ফাতেমার সাথে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবার খাচ্ছেন তারেক রহমান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
প্রায় ২০ ঘন্টা আগে ‘BNP News Media’ নামক একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, “তারেক রহমান কি মহান মানুষ ভাই দেখছেন তিনি তার পরিবারের সাথে ফাতেমাকে নিয়ে খাবার খাচ্ছে সুবহানাল্লাহ”। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ছবিটি কোনো বাস্তব ঘটনায় ধারণ করা দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ছবিটির বাস্তব হওয়ার পক্ষে গ্রহণযোগ্য কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিটির নিচের দিকে "AI দিয়ে তৈরি" লেখা থাকতে দেখা যায়। আরো পর্যবেক্ষণে এই লেখাটির নিচে একটি এআই জেনারেটর টুল Minimax Hailuo AI -এর জলছাপ দেখতে পাওয়া যায়।
এছাড়াও, ছবিতে উপস্থিত ব্যক্তিদেরকে পর্যবেক্ষণ করে তাঁদের খাবারের থালা, চামচ ধরে রাখার ভঙ্গিতে, খাবার ধরে রাখার ভঙ্গিতে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন ফটোস্টকার সাইট এলামিতে খালেদা জিয়ার সাথে একই ছবিতে উপস্থিত তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমার একটি ছবি খুঁজে পাওয়া যায়। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ধারণ করা ওই ছবিটিতে আলোচ্য ছবিটির মত একই পোশাকে ফাতেমাকে উপস্থিত দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয়। এআই প্রযুক্তির সাহায্যে খালেদা জিয়ার সাথে ধারণকৃত তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমার একটি ছবি ব্যবহার করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং তারেক রহমানের পরিবারের সাথে খালেদা জিয়ার কারাসঙ্গী ফাতেমার খাবার খাওয়ার এআই প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ছবিকে বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




