ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদীর মন্তব্য সম্পর্কিত এই ফটোকার্ডটি নকল
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে দ্যা ঢাকা ডায়েরি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল দ্যা ঢাকা ডায়েরি’র লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মন্তব্য দিয়ে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, “শুধু ডিম মারলে হবেনা.... আমাদের বাদ দিয়ে নিউইয়র্ক যেতে কে বলেছে।” এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ সেপ্টেম্বর 'MD Mollik Hasan' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "যা আজকে তর লগে একমত।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল দ্যা ঢাকা ডায়েরি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন দ্যা ঢাকা ডায়েরি’র ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদী এমন মন্তব্য-সম্পর্কিত কোনো তথ্য ভিন্ন কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে দ্যা ঢাকা ডায়েরি’র অফিশিয়াল ফেসবুক পেজে ২৬ সেপ্টেম্বর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি দ্যা ঢাকা ডায়েরি প্রকাশ করেনি। পোস্টটি দেখুন--
অর্থাৎ দ্যা ঢাকা ডায়েরির লোগো ব্যবহার করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ভুয়া মন্তব্যযুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। দ্যা ঢাকা ডায়েরি এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং দ্যা ঢাকা ডায়েরি’র লোগো ব্যবহার করে বা সূত্র দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।