পর্নো তারকার সাথে রিজওয়ানা হাসান ও বাঁধনের ছবিটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, সৈয়দা রিজওয়ানা হাসান ও আজমেরী হক বাঁধনের একটি ছবিকে এডিট করে জনি সিন্সের ছবি বসানো হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি শেয়ার করা হচ্ছে। ছবিটিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে পর্নো তারকা জনি সিন্সকে উপস্থিত থাকতে দেখা যায়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ জানুয়ারি 'Marco Jansen' নামে একটি ফেসবুকে একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "এদিকে পরিবেশ ম্যাডাম আর সংস্কারি ম্যাডামের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে জেনাকারি সিনা ভাই পরিবেশ বান্ধব সামাজিক সিনেমা করতে রাজি হয়েছেন🤭🤭"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোস্টকার এলামি থেকে পর্নো তারকা জনি সিন্সের একটি ছবি নিয়ে সেটি সৈয়দা রিজওয়ানা হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের একটি ছবিকে এডিট করে তাদের মাঝে বসিয়ে দেয়া হয়েছে।
ছবিটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ফেসবুক প্রফাইলে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি 'Date with the Hero❤️… I just fell in love with her 🤗!' ক্যাপশনে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যে ছবিতে আলোচ্য ছবির মাঝখানের ব্যক্তি ব্যতীত রিজওয়ানা হাসান ও বাঁধনের হুবহু উপস্থিতি রয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য ছবিটি (বামে) এবং উপরের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
পরে মাঝখানে থাকা ব্যক্তির চেহারা কেটে নিয়ে পৃথক রিভার্স ইমেজ সার্চ করলে, তার ছবিটি অসংখ্য প্ল্যাটফর্মে পাওয়া যায়। তার পরিচয় হিসেবে উল্লেখ করা হয় পর্নো তারকা জনি সিন্স হিসেবে। আলোচ্য ছবিতে এই ব্যক্তির চেহারায় ফটোস্টকার এলামি এর ওয়াটারমার্ক থাকায়-- সে অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ করে এলামিতে তার হুবহু ছবিটি খুঁজে পাওয়া যায়। এলামিতে "EXXXOTICA Expo 2018 - Day 2 Featuring: Johnny Sins" শিরোনামে পাওয়া ছবিটির ডেস্ক্রিপশনে বলা হয়, ২০১৮ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এডাল্ট ইভেন্ট এক্সোটিকা এক্সপো-২০১৮-তে অংশগ্রহণকালে জনি সিন্সের ওই ছবিটি ধারণ করা হয়। আলোচ্য ছবিতে যেসব স্থানে এলামির ওয়াটারমার্ক রয়েছে, এলামির এই ছবিটিতেও হুবহু একইভাবে ওয়াটারমার্কের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি এডিটেড। সৈয়দা রিজওয়ানা হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের একটি ছবিকে এডিট করে তাদের মাঝে পর্নো তারকা জনি সিন্সের ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং পর্নো তারকার সাথে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের এডিটেড ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।