ডাকসু ভিপি প্রার্থী শামীমের আহত হওয়ার এই ছবিটি পুরোনো
বুম বাংলাদেহ দেখেছে, গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত এবং দুর্ঘটনায় আহত অবস্থায় শামীম হোসেনের আলোচ্য ছবিটি ধারণ করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে আজ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনের পায়ে ব্যান্ডেজ লাগানো অবস্থায় ধারণ করা একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, শামীম হোসেনের উপরে হামলা করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল ৯ সেপ্টেম্বর 'Rubel Khan' নাম একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি শেয়ার করে বলা হয়, "একটু পরেই ডাকসু নির্বাচন সেই নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী শামীমের উপর হামলা করে বুঝিয়ে দিলো নির্বাচন কেমন হবে । শামীমের উপর আক্রমণের তীব্র নিন্দা জানাই।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে,আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি ডাকসুর কেন্দ্রীয় ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর সম্প্রতি কোনো হামলার ঘটনার নয়। গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হন শামীম হোসেন। একই সময়ে দুর্ঘটনায় পতিত হওয়ায় পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় তার আলোচ্য ছবিটি ধারণ করা হয়।
আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ডাকসু নির্বাচনের ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদপ্রার্থী শামিম হোসেনের ফেসবুক একাউন্টে পোস্ট করা আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "Dengue + Accident আর কী কী কপালে আছে কে জানে"। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেনের ওপর হামলার ঘটনার নয় বরং গত জুনে অসুস্থ থাকাকালে ও দুর্ঘটনায় আহত হওয়ার পর ছবিটি ধারণ করা হয়।
সুতরাং শামীম হোসেনের অসুস্থতা ও দুর্ঘটনায় আহত হওয়ার ছবি শেয়ার করে ছবিটি ডাকসু নির্বাচনের সময়ে তার ওপর হামলার ঘটনার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।