বলিউড অভিনেত্রী কাজলের এই ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, কাজল অভিনীত সালাম ভেঙ্কি চলচ্চিত্রের ট্রেলার প্রকাশের অনুষ্ঠান থেকে ধারণ করা ছবিকে এডিট করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের খবরের লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে, ৪৮ বছর বয়সে মা হতে চলেছেন অভিনেত্রী কাজল। খবরের সাথে অভিনেত্রী কাজলের বেবি বাম্পের ছবিও যুক্ত করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৫ ফেব্রুয়ারি 'Todays News' নামের একটি পেজ থেকে খবরের লিংকটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "৪৮ বছর বয়সে মা হতে চলেছেন অভিনেত্রী কাজল! স্পষ্ট বেবি বাম্পের ছবি"।স্ক্রিনশট দেখুন--
একই শিরোনামে প্রকাশিত খবরে লেখা হয়েছে, "ভাইরাল হওয়া ভিডিওটিতে কাজলকে দেখা গেছে, একটি টাইট পোশাক পরতে। যেখানে তার বেবি বাম্প ছিল স্পষ্ট। তবে সেটা বেবি বাম্প নাকি স্থূলকায় শরীরের মেদ; সে ব্যাপারে কোন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এছাড়া তাদের পক্ষ থেকেও কোন স্পষ্ট বার্তা আসেনি।" অর্থাৎ খবরটির সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও ছবিটিকে সত্য ধরে নেয়া হচ্ছে। ছবিটি যে বিকৃত হতে পারে তার কোনো উল্লেখ নেই খবরটিতে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অনলাইন পোর্টালের খবরের সাথে যুক্ত ছবিগুলোই এডিট করা।
ছবিটি রিভার্স সার্চ করলে, ছবিটি একাধিক ওয়েবসাইটে বলিউড অভিনেত্রী কাজলের সালাম ভেঙ্কি চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের ছবি খুঁজে পাওয়া যায়। তন্মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times এ 'Kajol stuns in red saree, joins star cast at Salaam Venky trailer launch' শিরোনামে ২০২২ সালে ১৪ই নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনেও লাল শাড়ি পরা অবস্থায় কাজলের ছবিগুলো প্রকাশিত হতে দেখা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তার অভিনীত Salaam Venky সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে লাল শাড়িতে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। স্ক্রিনশট দেখুন--
কাজলের একই ছবি খুঁজে পাওয়া যায় চলচ্চিত্র বিষয় ওয়েবসাইট ফিল্মফেয়ার এবং পিঙ্কভিলায়ও। ছবিগুলোতে কোনও ‘বেবি বাম্প’ নেই বরং তাকে স্বাভাবিক শরীরেই দেখা গিয়েছে।
সার্চ করে, ভাইরাল বলিউড নামে একটি ইউটিউব চ্যানেলে অভিনেত্রী কাজলের ঐ অনুষ্ঠানের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে কাজল লাল শাড়ি পরেই রয়েছেন। ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলেও দেখা যায় সেখানো কোনো ‘বেবি বাম্প’ নেই।
ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং আলোচ্য ফেসবুক পোস্টের ছবির (ডানে) তুলনা দেখুন--
অর্থাৎ অভিনেত্রী কাজলের ছবিকে এডিট করে প্রচার করা হচ্ছে অনলাইন পোর্টালের খবরের সাথে। বুম বাংলাদেশ এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কোনো খবর খুঁজে পায়নি এবং স্বতন্ত্রভাবে খবরটি যাচাইও করেনি।
সুতরাং অখ্যাত অনলাইন পোর্টালের খবরের সাথে বলিউড অভিনেত্রী কাজলের একটি ছবিকে এডিট করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।