সাকিব আল হাসানকে নিয়ে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি নকল
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে যমুনা টিভি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেটর দলের সদস্য ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ছবি দিয়ে দাবি করা হয়, তিনি ইংল্যান্ডে গিয়ে গাঁজার ব্যবসা করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ সেপ্টেম্বর 'HM Ishaque' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "ব্রেকিং নিউজঃ সাকিব আল হাসান ইংল্যান্ডে গিয়ে গাঁজার ব্যবসা করতেছে। ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এত বড় একটা সংবাদ দেওয়ার জন্য.. যাদের বিশ্বাস হয় না তারা হাউন আংকেল" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
কোথাও কোথাও ফটোকার্ড ছাড়াও যমুনা টেলিভিশনের বরাতে খবর হিসেবে প্রচার করা হচ্ছে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন যমুনা টেলিভিশনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে যমুনা টেলিভিশনের এর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৩ সেপ্টেম্বর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, এই ফটোকার্ডটি যমুুনা টেলিভিশনের নয়। গুজবে বিভ্রান্ত হবেন না। পোস্টটি দেখুন--
অর্থাৎ যমুনা টেলিভিশনের এর লোগো ব্যবহার করে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের গাঁজার ব্যবসা নিয়ে নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যমুনা টেলিভিশন এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে বা সূত্র দিয়ে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের গাঁজার ব্যবসা নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।