এটি তাহসানের বিয়ের ভিডিও নয়
বুম বাংলাদেশ দেখেছে, আয়ান ক্ষাত্রি নামে এক ব্যক্তির ভিডিওকে কণ্ঠশিল্পী তাহসান খানের ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করতে গিয়ে কাঁদছেন সঙ্গীতশিল্পী তাহসান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৫ জানুয়ারি 'Fowzia jui' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "হয়তো মিথিলার কথা বারবার মনে পড়তেছে তাহসান ভাই তাই কান্না করতেছে সাইন করার সময়ে"। ভিডিওটিতে এক ব্যক্তিকে বিয়ের কাবিননামায় সই করতে গিয়ে কাঁদতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত, আলোচ্য ভিডিওটি আয়ান ক্ষাত্রি নামে এক ব্যক্তির বিয়ের সময়ে ধারণ করা হয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'ayankhatri11' নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৯ অক্টোবর পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে উর্দু ভাষায় লেখা থাকতে দেখা যায়, "اللہ میری والدہ کی مغفرت فرمائے اور مجھے صبر عطا فرما" (May Allah forgive my mother and grant me patience. - গুগলের সাহায্যে অনূদিত)। ইন্সটাগ্রাম ভিডিওটি দেখুন--
উক্ত ইন্সটাগ্রাম এককাউন্টটিতে যুক্ত করা সামাজিক মাধ্যম থ্রেডসের লিংকে গিয়ে 'ayankhatri11' নামে একটি থ্রেডস একাউন্টে গত ১৮ নভেম্বর পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটিতে একাধিক ক্লিপ যুক্ত করে তৈরি একটি বিয়ের ভিডিও দেখতে পাওয়া যায় যেখানে আলোচ্য ভিডিওটির মত একটি ক্ষুদ্র ক্লিপও খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
থ্রেডস পোস্টটি দেখুন--
View on Threads
এছাড়াও আয়ান ক্ষাত্রি নামের ওই ব্যক্তির টিকটক একাউন্টেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। টিকটক ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টটির দাবিটি সঠিক নয়। আয়ান ক্ষাত্রি নামের এক ব্যক্তির বিয়ের সময়কার ভিডিওকে সঙ্গীতশিল্পী তাহসান খানের বিয়ের ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী রোজা আহমেদ নামের এক মেকআপ শিল্পীকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী তাহসান।
সুতরাং ভিন্ন এক ব্যক্তির বিয়ের সময়কার ভিডিওকে সঙ্গীতশিল্পী তাহসান খানের বিয়ের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।