এটি চাল তৈরির নয় বরং প্লাস্টিকের দানা তৈরির ভিডিও
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্লাস্টিকের দানা তৈরির একটি ভিডিওকে চাল তৈরির প্রক্রিয়া হিসেবে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি প্লাস্টিকের চাল তৈরির সময়ে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৮ এপ্রিল 'MD Saiful Islam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়,"বাজার থেকে যখন চাউল কিনবেন দেখে শুনে কিনবেন বর্তমানে চাউলে প্রচুর পরিমাণ ভেজাল হয়"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি প্লাস্টিকের চাল তৈরির নয়। মুলত আলোচ্য ভিডিওটিতে বর্জ্য প্লাস্টিককে দানায় পরিণত করার একটি প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।
ভিডিওটিতে প্লাস্টিক দিয়ে চাল তৈরি করা হচ্ছে কি না জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ৭ এপ্রিল 'ដំណឹងសង្គម(Social news)' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা একটি রিলভিডিওতে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, "បញ្ជាក់៖ នេះជាជាជ័រ គ្រាប់ផ្លាស្ទិក គេធ្វើទុករសម្រាប់ផលិតរបស់របប្រេីប្រាស់ផ្សែងៗទៀតទេបងប្អូនមិនមែនអង្ករទេ។ (দ্রষ্টব্য: এটি প্লাস্টিকের রেসিন, চাল নয়। এটি অন্যান্য পণ্য উৎপাদনের জন্য তৈরি।--- গুগলের সাহায্যে অনূদিত)"। মূলত ভিডিওটিতে প্লাস্টিকের বর্জ্যকে কীভাবে প্লাস্টিকের দানাতে পরিণত করা যায়, সেটার প্রক্রিয়া দেখানো হয়েছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে 'Smartest Workers' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা একটি রিলভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে সাদা প্লাস্টিকের দানা তৈরির প্রক্রিয়া দেখানো হয়েছে। সাদা প্লাস্টিকের দানা তৈরির প্রক্রিয়ার সাথে আলোচ্য পোস্টের ভিডিওর প্রক্রিয়াটি মিলে যায়। স্ক্রিনশট দেখুন--
উক্ত ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে ভিন্ন ভিন্ন রিল ভিডিওতে বিভিন্ন রঙের প্লাস্টিকের দানা তৈরির ভিডিও পোস্ট করা হয়েছে। নীল প্লাস্টিক দানা তৈরির ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ওই পেজটিতে একই প্রক্রিয়ায় প্লাস্টিকের নীল দানা, সাদা দানা, কালো দানা ছাড়াও বাসন মাজার বার, সাবান ইত্যাদি তৈরির প্রক্রিয়া রিলভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে একাধিক ইউটিউব চ্যানেলে আলোচ্য ভিডিওটিসহ প্লাস্টিক বর্জ্য দিয়ে প্লাস্টিকের দানা তৈরির একই ধরণের প্রক্রিয়ার আরো ভিডিও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি প্লাস্টিক দিয়ে চাল তৈরির নয়। বর্জ্য প্লাস্টিককে পুনর্ব্যবহারের জন্য দানায় রূপান্তরিত করার একটি প্রক্রিয়া আলোচ্য ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে।
সুতরাং প্লাস্টিকের দানা তৈরির প্রক্রিয়ার ভিডিওকে প্লাস্টিকের চাল তৈরির ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।