এটি ১০০ টাকার ব্যাংকনোট নয় বরং স্মারক নোট
বুম বাংলাদেশ দেখেছে, প্রচারিত ছবি দু’টি প্রচলিত ব্যাংকনোটের নয় বরং স্মারক নোটের ছবি।

সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে একটি নোটের উভয় পাশের দু’টি ছবি পোস্ট করে বলা হচ্ছে; নতুন ১০০ টাকার ব্যাংকনোট। এরকম একটি পোস্ট এখানে।
গত ১৭ জানুয়ারি ‘shishirshriiph’ নামক ইউজার নেম এর একটি থ্রেডস অ্যাকাউন্ট থেকে ছবি দুইটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “কে কে দেখেছেন আমাদের নতুন ১০০ টাকার নোট.....?”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রচারিত ছবি দু’টি প্রচলিত ব্যাংকনোটের নয় বরং স্মারক নোটের ছবি।
ছবি দুইটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, একটিতে 'স্মারক নোট' এবং 'বিনিময়যোগ্য নয়' লেখা থাকতে দেখা যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও নোটটির সামনের অংশে 'বাংলাদেশ জাদুঘরের শতবর্ষ' বাক্যটি লেখা দেখতে পাওয়া যায়। সাধারণত প্রচলিত ব্যাংকনোটে কোনো উপলক্ষ্যকে ঘিরে এ জাতীয় বাক্য লেখা হয়না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের স্মারক মুদ্রার পেজে আলোচ্য নোটটি পাওয়া যায়। এই নোটের উভয় পিঠের সাথে প্রচারিত নোটের ছবির মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
বাংলাদেশে ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে এবং প্রচারিত স্মারক নোটে দেখা যায় গভর্নরের নাম হিসেবে 'আতিউর রহমান' এর নাম উল্লেখ করা হয়েছে এবং এটি ২০১৩ সালের জুলাইয়ে ইস্যু করা হয়েছে। যদিও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম ড. আহসান এইচ মনসুর।
অর্থাৎ ছবি দুইটি নতুন প্রচলিত নোটের নয় বরং ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তি উপলক্ষে ইস্যুকৃত স্মারক নোটের।
সুতরাং সামাজিক মাধ্যমে পুরোনো স্মারক নোটকে নতুন প্রচলিত ব্যাংকনোট বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।