এটি ইসকন বিরোধী মিছিল, ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২৭ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিলের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৯ নভেম্বর 'বাংলাদেশ আওয়ামী লীগ' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "ইউনূস হটাও স্লোগানে উত্তাল চট্টগ্রাম।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি গত ২৭ নভেম্বর চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় অনুষ্ঠিত ইসকন বিরোধী একটি বিক্ষোভ মিছিলের। এটি সরকার বিরোধী বিক্ষোভ মিছিলের নয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে কোনো ধরণের স্লোগান দেয়া হয়নি।
এমনকি সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এমন কোনো তথ্য বা খবর নির্ভরযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
তবে, ভাইরাল ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Md Ayas’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২৭ নভেম্বর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেই পোস্টের ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। পোস্টে লেখা হয়, “"ইস্কন-জঙ্গি" ইস্কন-জঙ্গি" আমার সোনার বাংলায় ইস্কনের ঠায় নাই" এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর টাইগারপাসের কয়েক কিলোমিটার এলাকা।” পোস্টটি দেখুন--
ভিডিওটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “ইসকনকে নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম” শিরোনামে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস’ এর ওয়েবসাইটে ২৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, “অতিদ্রুত সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে ২৪ ঘন্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমাবেশ করেছে চট্টগ্রামে। ভারতে বসে বাংলাদেশকে নিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণাও দেয়া হয় সমাবেশ থেকে।” স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল ভিডিওটি চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের সমাবেশের। ড. ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিলের নয়।
সুতরাং ইসকন নিষিদ্ধের সমাবেশের ভিডিওকে ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে সমাবেশের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।