এটি ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটরের তৈরি স্ক্রিপ্টেড ভিডিও
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং এটি একটি অভিনয়ের দৃশ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুইজন মেয়ের সাথে একজন স্কুল ছাত্রের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টগুলোতে বলা হয়েছে ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ছাত্রটি এবং এই দু’জন ছাত্রীর সাথে প্রেম করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৭ সেপ্টেম্বর একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “একটাই সা'ম'লা'ই'তে পারি না ২ টা”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের এক কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড ভিডিও এটি।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ‘Tap 2 Earn Telegram’ নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ২৮ জুলাই প্রকাশিত আলোচ্য ভিডিওটির মূল সংস্করণ তথা পূর্ণাঙ্গ (৫ মিনিট ৩৯ সেকেন্ড) ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ৩১ সেকেন্ডে উল্লেখ করা হয়, ভিডিওটি কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে অভিনয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির শেষে দেখতে পাওয়া ব্যক্তির দৃশ্য সহ ভিডিও থেকে কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে, ইউটিউবে 'Ankit Jatuskaran' নামের একটি চ্যানেল পাওয়া যায়। এছাড়াও চ্যানেলটিতে ফেসবুকে প্রচারিত ভিডিওর ব্যক্তিকে একই পোষাকে আরো একটি ভিডিওতে (শর্টস) দেখা যায়। আলোচ্য ভিডিওর স্থিরচিত্রের স্ক্রিনশটের (বামে) সাথে ইউটিউবে পাওয়া ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী 'Ankur Sharma Vines' নামের একটি ফেসবুক পেজ পাওয়া যায়। আলোচ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে আলোচ্য ব্যক্তিকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।
অর্থাৎ দুইজন মেয়ের সাথে একজন স্কুল ছাত্রের প্রেমের ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়।
সুতরাং সামাজিক মাধ্যমে দু’জন মেয়ের সাথে এক স্কুল ছাত্রের প্রেমেরে একটি অভিনয়ের ভিডিও বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।