পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়ার এই ঘটনাটি স্ক্রিপ্টেড
বুম বাংলাদেশ দেখেছে, পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়ার এই ঘটনাটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নারী ও একজন পুরুষের গলায় জুতা দিয়ে তৈরি মালা গলায় থাকা অবস্থার দুইটি ছবি একত্রে পোস্ট করে বলা হচ্ছে, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে এসে ধরা খাওয়ায় তাদেরকে গণপিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। এছাড়াও একই দাবিতে স্থিরচিত্রের একই দৃশ্যের ভিডিওটিও প্রচার করা হয়। দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৫ সেপ্টেম্বর ‘Information Club’ নামক পেজ থেকে ছবি দুইটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “দিনে দুপুরে প'র'কী"য়া করতে এসে প্রবাসীর স্ত্রীর ক'ট, অতঃপর গন পিটা/নির পর জুতার মালা পরিয়ে ঘুরালেন জনতা.!”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়ার বলে প্রচারিত ছবিগুলো এ সম্পর্কিত বাস্তব কোনো ঘটনার নয় বরং প্রচারিত কন্টেন্টটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিনিধি বুম বাংলাদেশকে জানিয়েছেন।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড অনুযায়ী সার্চ করে ফেসবুকে আলোচ্য দৃশ্যের একটি ভিডিও নিয়ে তৈরি কন্টেন্ট পাওয়া যায়। এতে পোস্টকারী পরকীয়ার ঘটনাটিকে অভিনয়ের দৃশ্য বলে উল্লেখ করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ফেসবুকে "হাসি খুশি মিডিয়া" নামের একটি পেজে আলোচ্য ঘটনার (দৃশ্যের) আরো একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে ভিডিও ধারণের সময়ে 'অ্যাকশন' বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণত পরিকল্পিত কোনো দৃশ্য শ্যুট বা ধারণ করার আগে 'অ্যাকশন' বলে নির্দেশনা দেওয়া হয়। দেখুন--
পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটি একটি বিনোদনমূলক পেজ এবং তারা বিভিন্ন বিনোদনমূলক ভিডিও ধারণ করে প্রচার করে থাকেন। পেজটিতে একই ঘটনার (দৃশ্যের) ভিন্ন ভিন্ন আরো দুইটি ভিডিও পাওয়া যায়। দেখুন--
পরবর্তীতে পেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে, আলোচ্য ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে ধারণ করা বলে বুম বাংলাদেশকে জানানো হয়েছে।
অর্থাৎ প্রচারিত ছবি-ভিডিওগুলো বাস্তব কোনো ঘটনার নয়।
সুতরাং সামাজিক মাধ্যমে বিনোদনের উদ্দেশ্যে তৈরি দৃশ্যকে বাস্তব ঘটনার বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।