ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, ফটোকার্ডটি নকল
আমার দেশ পত্রিকার লোগোযুক্ত এই ফটোকার্ডটি নকল বা ভুয়া বলে বুম বাংলাদেশকে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ, আইডি ও পেপে দৈনিক আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রাকিব নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গতকাল ২৭ জানুয়ারি 'বাংলাদেশ আওয়ামী লীগ' নামের একটি গ্রুপে ‘Abdullah Al Mamun’ নামের আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "মুখোমুখি অবস্থানে— in Dhaka.৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়।— in Dhaka.চলছে ধা*ওয়া— in Dhaka.পাল্টা ধা*ওয়া!সাত কলেজ এর ছাত্রছাত্রীদের সাথে ঢাবির বিশেষ সংগঠনের জংগীদের সাথে সংঘর্স চলছে।— in Dhaka.ঢাকা কলেজের শিক্ষর্থী রাকিব নিহত।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। দৈনিক আমার দেশ পত্রিকা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বলে বুম বাংলাদেশকে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৭ জানুয়ারি ২০২৫ লেখা রয়েছে। কি-ওয়ার্ড সার্চ করে আমার দেশ পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সার্চ করে ভাইরাল ফটোকার্ডটি পাওয়া যায়নি কিংবা এ সংক্রান্ত কোনো খবরও পাওয়া যায়নি।
এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে উক্ত ফটোকার্ড সম্পর্কিত খবর অন্য সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে আমার দেশ পত্রিকার নিউজ এডিটর ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেন এবং এটিকে ভুয়া বলে চিহ্নিত করেছেন।
অর্থাৎ দৈনিক আমার দেশ পত্রিকা এমন কোনো ফটোকার্ড তৈরি বা খবর প্রকাশ করেনি।
সুতরাং আমার দেশ পত্রিকার লোগো যুক্ত করে ভুয়া তথ্য দিয়ে বানানো ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।