BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • পাকিস্তানের পুরোনো একটি ভিডিওকে...
ফেক নিউজ

পাকিস্তানের পুরোনো একটি ভিডিওকে আফগানিস্তানের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০২১ সালে পাকিস্তানে বিয়েতে নাচের ভিডিও, এর সাথে ক্রিকেটে আফগানিস্তানের জয়ের কোনো সম্পর্ক নেই।

By - Mamun Abdullah |
Published -  29 Jun 2024 2:21 PM IST
  • পাকিস্তানের পুরোনো একটি ভিডিওকে আফগানিস্তানের বলে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন একাউন্ট থেকে পাগড়ি ও পাঞ্জাবি পরা সশস্ত্র ব্যক্তিদের একটি নাচের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের পর আফগানিস্তানে তালেবানদের বিজয় উদযাপনের ভিডিও এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ২৫ জুন 'Nalhati নলহাটী' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট টিম বেস্ট অফ লাক ফর সেমি 💙 #indiacricket ♥️#afganistancricket ♥️।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ২০২১ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে নাচের সময়ে ধারণ করা, যুক্তরাষ্ট্রে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেমিফাইনাল নিশ্চিত করার সাথে এর কোনো সম্পর্ক নেই।

    আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে প্রাসঙ্গিক একাধিক ভিডিও খুঁজে পাওয়া যায়। এরমধ্যে 'Kabir Zalmy' নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১ জুন আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এর শিরোনামে লেখা হয় "Pathan attan with weapons | marwat dance | pashto dance 2021." ভিডিওটির ডেস্ক্রিপশনে লেখা রয়েছে, খাইবার পাখতুনখোয়া, অস্ত্র নিয়ে ‘মারওয়াত নাচ’ ২০২১। ভিডিওটি দেখুন--


    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে মারওয়াত নৃত্য সম্পর্কে জানা যায়, এটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বৃহত্তর পশতুন জাতিগোষ্ঠীর অংশ মারওয়াত উপজাতিদের একটি ঐতিহ্যবাহী নৃত্য। মারওয়াত উপজাতির গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক উযদাপন তাদের ঐতিহাসিক ও সামাজিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এই নৃত্যটি 'খট্টক নৃত্য' নামেও পরিচিত।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে "Indian media misuses wedding video in Pakistan as Afghan Taliban dancing" শিরোনামে ‘গ্লোবাল ভিলেজ স্পেস’ নামের একটি ওয়েবসাইটে ২০২১ সালের ১৬ আগস্ট প্রকাশিত আলোচ্য ভিডিওটিকে নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে পাকিস্তানি এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীর একটি পোস্ট উল্লেখ করে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে একটি বিয়েতে কয়েকজন পুরুষ বন্দুক নিয়ে নাচছে। যেখানে ভারতীয় একটি টেলিভিশনে তাদেরকে আফগান তালেবান বলে উল্লেখ করে বলা হয়, আফগানিস্তানে আফগান বাহিনীকে পরাজিত করার পরে নাচ এবং উদযাপন করছে। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ আলোচ্য ভিডিওটি এর আগে আফগানিস্তানে তালেবানের ক্ষমতাসীন হওয়ার পর তালেবানের বিজয় উপযাপনের বলে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছিল, এর ভিত্তিতেই এই প্রতিবেদনটি তৈরি করা হয়।

    এদিকে এই প্রতিবেদনের সূত্র ধরে টুইটার ব্যবহারকারী ওই পাকিস্তানি সাংবাদিক ‘Iftikhar Firdous’ এর পোস্টটি পাওয়া যায়। যেই পোস্টে বলা হয়, ভিডিওটি খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিবাহের এক অনুষ্ঠানে নাচের দৃশ্য। পোস্টটি দেখুন--

    Unbelievable an Indian Channel is showing a viral video of a marriage in Khyber Paktunkhwa, Pakistan. Dancers in the marriage are masquerading. The anchor is showing them as Taliban celebrating the take over of Maidan in Afghanistan . This is next level bullshit lol. pic.twitter.com/TC18FRLXGd

    — Iftikhar Firdous (@IftikharFirdous) August 15, 2021


    অর্থাৎ ভাইরাল ভিডিওটি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর উদযাপনের নয়, বরং এটি ৩ বছর আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি বিয়ে অনুষ্ঠানে নাচের।

    সুতরাং পাকিস্তানের একটি বিয়ে অনুষ্ঠানে সশস্ত্র নাচের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক আফগানিস্তানে দেশটির ক্রিকেটের জয় উদযাপনের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   অভিনন্দন আফগানিস্তান ক্রিকেট টিম বেস্ট অফ লাক ফর সেমি।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!