ছুরি হাতে পুলিশকে তাড়া করার ভিডিওটি পুরোনো, সাম্প্রতিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ভিডিওটি সম্প্রতি নয় বরং এটি ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের পুলিশের ওপর হামলার ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ছুরি দিয়ে পুলিশকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি গাজীপুরে পুলিশের ওপর এক জঙ্গির হামলা করার দৃশ্যের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৭ আগস্ট ‘চট্টগ্রাম ছাত্রলীগ’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আ'জকে স'ন্ধ্যায় গা'জীপুরে রাস্তায় টহলরত পু'লি'শের উপর ছু'রি'কা'ঘাত করেছে এক জ'ঙ্গি! পরে অন্য পু'লিশের সহায়তায় জ'ঙ্গি'কে ধরে ফেলে! রাস্তাঘাটে এখন প্রশাসনও নিরাপদ নয়! কপি পোস্ট।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি গাজীপুরে সম্প্রতি টহলরত পুলিশের ওপর কোনো জঙ্গি হামলার নয় বরং এটি ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ছুরি হাতে পুলিশের ওপর যুবকের হামলার ভিডিও।
ভাইরাল ভিডিওটির কী ফ্রেম নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করে “থানায় ঢুকে ছুরি হাতে পুলিশের ওপর যুবকের হামলা” শিরোনামে বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘এনটিভি’ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ১ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “ছুরি হাতে থানায় ঢুকে পুলিশকে তাড়া করলেন যুবক, ওসিসহ আহত ২” শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজের’ ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ঢুকে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন মোবাশ্বের (৩০) নামে এক যুবক। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজাহান ও কনস্টেবল সাধন আহত হয়েছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। তার বাড়ি শহরের উত্তর মৌড়াইল এলাকায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ সম্প্রতি গাজীপুরে টহলরত পুলিশের ওপর কোনো জঙ্গি ছুরি দিয়ে হামলা করেনি। বরং ছুরি হাতে পুলিশের ওপর যুবকের হামলার আলোচ্য ভিডিওটি ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ধারণ করা।
অর্থাৎ ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ছুরি হাতে পুলিশের ওপর যুবকের হামলার ভিডিওকে সম্প্রতি গাজীপুরের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।