ফলবিক্রেতাকে শাসানোর এই ভিডিওটি বাস্তব নয় বরং স্ক্রিপ্টেড
বুম বাংলাদেশ দেখেছে, বিনোদনের উদ্দেশ্যে আলোচ্য ভিডিওটি অভিনয়ের মাধ্যমে তৈরি করেছেন কনটেন্ট ক্রিয়েটররা।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, মূল্য পরিশোধ ব্যতীত ফল বিক্রি করতে রাজি না হওয়ায় এক জামায়াত নেতা ফল বিক্রেতাকে শাসাচ্ছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ সেপ্টেম্বর 'BD Todays News' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "বড়ই বিক্রেতার সাথে জামায়াত নেতার ক্ষমতা প্রদর্শন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। কনটেন্ট ক্রিয়েটরদের অভিনয়ের মাধ্যমে শিক্ষা ও বিনোদনের উদ্দেশ্যে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Proyojon Tv' নামে একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি শর্টভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, "বাকি না দেওয়ায় এলাকার পাতি নেতা"। স্ক্রিনশট দেখুন--
উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চ্যানেলটি মূলত বিনোদনমূলক ভিডিও তৈরি করে। এমনকি, ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিদেরকেও ওই চ্যানেলের একাধিক ভিডিওতে অভিনয় করতে দেখা যায়। আলোচ্য ভিডিওর ব্যক্তির একই পোশাক পরে অভিনয় করে তৈরি আরেকটি ভিডিও দেখুন এখানে--
এছাড়া আলোচ্য ভিডিওতে ফলবিক্রেতাকে শাসাতে দেখা যাওয়া ব্যক্তির অভিনয় করা একই রকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বিনোদনের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিও শেয়ার করে ভিডিওর ব্যক্তিকে জামায়াতের নেতা বলে বলে দাবি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং স্ক্রিপ্টেড ভিডিও শেয়ার করে ভিডিওতে ফলবিক্রেতাকে শাসানো ব্যক্তিকে জামায়াতের নেতা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।