নেইমারের উচ্ছ্বাসের তিন বছর পুরনো ভিডিওটি এডিট করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লীগে ম্যান ইউ'র বিপক্ষে পিএসজির গোলের সময়ে নেইমারের উচ্ছ্বাসের ভিডিও।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের উচ্ছ্বাসের ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ২০২২ কাতার ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে মেসির গোল উদযাপন করছেন নেইমার। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ ডিসেম্বর 'Md Nayeem Uddin Faroque' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "একজন মেসি জিতলে জিতে যাই প্রাণের প্রিয় বন্ধু নেইমার ?❤️বন্ধুর হয়ে জবাবটা তাহলে দিয়েই দিলো "। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিট করা এবং নেইমারের উচ্ছ্বাসের ভিডিওটি আর্জেন্টিনার বিজয়ের নয় বরং তিন বছর পুরোনো।
ভিডিওটি বিশ্লেষণ করলে দেখা যায়, ভিডিওর একাংশে নেইমার টিভি স্ক্রিনে দেখতে পাওয়া ফুটবল খেলার স্কোরবোর্ডটি এবং পেনাল্টি শুট আউটের সময়ের স্কোরবোর্ডের ডিজাইনে কোনো মিল নেই। একই খেলায় স্কোরবোর্ডের ডিজাইন আলাদা হওয়া স্বাভাবিক ঘটনা নয়। স্কোরবোর্ড দুটির তুলনা দেখুন--
অর্থাৎ ভিডিওটি এডিট করা হয়েছে।
ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, ক্রিড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-এর ফেসবুক একাউন্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে পিএসজির হয়ে কিলিয়ান এমবাপ্পে গোল করলে এভাবেই নেইমার উচ্ছ্বস প্রকাশ করেন।
পিএসজির গোলে নেইমারের উচ্ছ্বাসের ভিডিও সহ তৎকালে প্রতিবেদনও প্রকাশিত হয়েছিলো ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানে।
অর্থাৎ নেইমারের উচ্ছ্বাসের ভিডিওটি তিন বছর পুরোনো।
সুতরাং তিন বছর পুরোনো একটি ভিডিওকে এডিট করে কাতার বিশ্বকাপে মেসির গোলে নেইমারের উচ্ছ্বাস দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।